বড়লেখা প্রতিনিধি

১৩ নভেম্বর, ২০১৮ ১৮:৫৩

বড়লেখায় গ্রাম আদালত বিষয়ে অবহিতকরণ কর্মশালা

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থা সমূহের প্রতিনিধিদের নিয়ে গ্রাম আদালত শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সংস্থার অর্ধশতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

কর্মশালায় গ্রাম আদালতের বিচারিক ক্ষমতা ৭৫ হাজার টাকা থেকে ৫ লাখ টাকায় বৃদ্ধির দাবী জানিয়েছেন কর্মশালায় অংশ গ্রহণকারী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানবৃন্দ।

সহাকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও দক্ষিণভাগ উত্তর ইউপির গ্রাম আদালতের সমন্বয়কারী আমজাদ হোসেন পাপলুর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আবু ইউসুফ।

গ্রাম আদালত সক্রিয়করণের বিভিন্ন দিক তুলে ধরে এবং সাধারণ মানুষকে এ আদালতের প্রতি ব্যাপকভাবে আগ্রহী করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন- গ্রাম আদালত সক্রিয়করণ ২য় পর্যায় প্রকল্পের ডিসট্রিক্ট ফ্যাসিলিটেটর মো. মাহাবুব উল আলম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রনজিত কুমার সেন।

এছাড়া বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সুজানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নছিব আলী, দক্ষিণভাগ উত্তরের চেয়ারম্যান এনাম উদ্দিন, সদর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সিরাজ উদ্দিন, থানার অপারেশন কর্মকর্তা উপ-পরিদর্শক প্রভাকর রায়, উপজেলা নারী বিষয়ক কর্মকর্তা সামছুন নাহার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাসেদুল হাসান, সাংবাদিক আব্দুর রব প্রমুখ। 

আপনার মন্তব্য

আলোচিত