বিয়ানীবাজার প্রতিনিধি

১৪ নভেম্বর, ২০১৮ ১৪:২১

শেয়াল ধরা ফাঁদে আটক মেছোবাঘ

বিয়ানীবাজারে ফাঁদ পেতে একটি মেছোবাঘ আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আকাখাজনা গ্রামের একটি বসতবাড়িতে শেয়াল ধরার জন্য পাতা ফাঁদে মেছোবাঘটি ধরা পড়ে।

জানা যায়, বসতবাড়িতে প্রতিদিন সন্ধ্যা ও রাতের বেলায় শেয়াল হানা দিয়ে অনেক হাঁস-মোরগ খেয়ে এবং পরে সেগুলো মেরে ফেলে যায়। গত কয়েকদিন থেকে এ রকম ঘটনা ঘটায় লোহার খাঁচার ভেতর একটি মরা মোরগ রেখে ফাঁদটি পাতেন বাড়ির বাসিন্দারা।

বসতবাড়ির বাসিন্দা আব্দুল আহাদ বলেন, গত কয়েকদিন থেকে মরা হাঁস-মোরগ দেখে প্রথমে সন্দেহ হয়। পরে পোষা হাঁস-মোরগ রক্ষা করতে বাড়ির আঙিনায় একটি খাঁচায় মরা মোরগ দিয়ে রাখি। ঘণ্টাখানেক পরে ঘর থেকে গর্জন শুনে এসে দেখি একটি মেছোবাঘ আটকে আছে।

কুড়ার বাজার ইউনিয়নের চেয়ারম্যান এ.এফ.এম আবু তাহের বলেন, ফাঁদ পেতে মেছোবাঘ আটকের বিষয়টি বনবিভাগকে জানানো হয়েছে৷ তারা বুধবার বাড়িতে এসে মেছোবাঘটি নিয়ে যাবে বলে জানিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত