সিলেটটুডে ডেস্ক

১৪ নভেম্বর, ২০১৮ ২২:৩৩

নির্বাচনে দায়িত্বশীল ভূমিকা পালন করবে আনসার-ভিডিপি: জেলা কমান্ড্যান্ট

আনসার-ভিডিপি’র সিলেট জেলা কমান্ড্যান্ট ফখরুল আলম বলেছেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, যৌতুক, বাল্যবিবাহ, নারী নির্যাতন সহ সামাজিক অবক্ষয় রোধে আনসার-ভিডিপির সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণে সহায়তা করতে আনসার-ভিডিপি সংগঠনের সদস্যরা প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার পরিষদ মিলনায়তনে আয়োজিত আনসার ও ভিডিপি’র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান চৌধুরী, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল, গোয়াইঘাট উপজেলা প্রেসক্লাব সভাপতি এম.এ মতিন।
 
সমাবেশে আনসার-ভিডিপি’র বার্ষিক উন্নয়নমূলক কাজের উপর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আব্দুল মালেক। উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক মো. আব্দুল কাদের ও মুকুল খানের যৌথ পরিচালনা সমাবেশে প্রতিবেদন পেশ করেন ইউনিয়ন পর্যায়ের দলনেতা শাহাব উদ্দিন।

সমাবেশে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ভাল কাজের স্বীকৃতি স্বরূপ ১৮ জন আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে ২টি বাই সাইকেল, ছাতা ও বিভিন্ন সামগ্রী প্রদান করেন।

আপনার মন্তব্য

আলোচিত