জৈন্তাপুর প্রতিনিধি

১৫ নভেম্বর, ২০১৮ ১৮:৫৯

জৈন্তাপুরে ট্রাকচাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

সিলেটের জৈন্তাপুর উপজেলায় দ্রুতগামী ট্রাকের চাপায় এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুর ১টায় সিলেট-তামাবিল মহাসড়কের আলু বাগান হিল রিসোর্ট এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা দ্রুতগামী ট্রাকের চাপায় মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুনিতা রানী বিশ্বাস (৭) ঘটনাস্থলে নিহত হয়।

সুনিতা মোকামবাড়ী গ্রামের মিলন বিশ্বাসের মেয়ে। এ ঘটনায় মিলন বিশ্বাসের স্ত্রী দীপ্তি রানী বিশ্বাস শিপ্রা (২৫) আহত হন।

স্থানীয় জনতা দ্রুত এগিয়ে এসে দীপ্তি রানী বিশ্বাসকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে ঘাতক ট্রাককে নলজুরী এলাকায় জনতা আটক করে। এ সময় দুর্ঘটনার প্রতিবাদে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করা হয়। পরে এলাকাবাসী পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়।

এদিকে দুপুর ১টায় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর স্টেশন বাজারে ট্রাকের চাকা বিস্ফোরিত হয়ে চারজন জেএসসি পরীক্ষার্থী আহত হয়েছে।

আহতরা হল বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী বাউরভাগ গ্রামের ইসমাইল আলীর মেয়ে আফরোজা বেগম (১৪), সামসুল ইসলামের মেয়ে সুমা বেগম (১৪), সানফর আলীর মেয়ে ফাতেমা আক্তার (১৫) এবং জমির উদ্দনের মেয়ে মরিয়ম বেগম (১৪)।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিলে শিক্ষার্থীরা বাড়ী ফিরে যায়।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মো. মাইনুল জাকির জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে অফিসার প্রেরণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি এবং হাইওয়ে পুলিশকেও খবর দেই। তারা এসে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। অপর ঘটনায় আহত শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে গেছে।

আপনার মন্তব্য

আলোচিত