সিলেটটুডে ডেস্ক

১৫ নভেম্বর, ২০১৮ ২১:৪১

শ্রেষ্ঠ প্রতিবন্ধী কণ্ঠশিল্পী প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল শুক্রবার

সিলেটে প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট বিভাগের প্রতিবন্ধী (বিশেষ চাহিদা সম্পন্ন) শিল্পীদের সংগীত প্রতিভা অন্বেষণে “শ্রেষ্ঠ প্রতিবন্ধী কণ্ঠশিল্পী প্রতিযোগিতায়-২০১৮।

নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে চূড়ান্ত পর্বের মনোনীতদের নিয়ে শুক্রবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে।
 
গ্রিন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) এর আয়োজনে, বেঙ্গল এ্যাডভাটিজিং এর সহযোগিতায় প্রতিযোগিতার আয়োজনে বিশেষ সহযোগিতা দিচ্ছে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট।

শ্রেষ্ঠ প্রতিবন্ধী কণ্ঠশিল্পী প্রতিযোগিতায়-২০১৮-কে সফল ও স্বার্থক করতে সংশ্লিষ্ট সকল সহ প্রতিযোগীদের যথাসময়ে যথাস্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন শ্রেষ্ঠ প্রতিবন্ধী কণ্ঠশিল্পী প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহবায়ক বায়েজিদ খান ও সদস্য সচিব রজত কান্তি গুপ্ত।

আপনার মন্তব্য

আলোচিত