ছাতক প্রতিনিধি

০২ ডিসেম্বর, ২০১৮ ২২:৩১

ছাতকে ব্যাটারি চালিত রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা

সুনামগঞ্জের ছাতকের পৌর এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রোববার (২ ডিসেম্বর) পৌরসভার সভা কক্ষে পৌর নাগরিকদের সাথে এক মতবিনিময় সভায় শহরে ব্যাটারি চালিত রিক্সা বন্ধসহ শহরের যানজট নিরসনে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।

পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও পৌর সচিব শামছুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় পৌর ইজিবাইক শহরে প্রবেশ না করে নির্ধারিত স্থানে  চালাতে হবে। অন্যথায় সিদ্ধান্ত অমান্যকারী ইজিবাইক চালককে ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে।

এছাড়া শহর পরিচ্ছন্ন রাখার স্বার্থে আগামী এক সপ্তাহর মধ্যে শহরের গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপনসহ ফুটপাত উচ্ছেদের পরিকল্পনা নিয়েছে পৌর কর্তৃপক্ষ।

সভায় পৌর মেয়র আবুল কালাম চৌধুরী জব্দকৃত সকল ব্যাটারি চালিত রিক্সা স্ব-স্ব মালিককে নিয়ে যেতে বলেন এবং ব্যাটারি খুলে চালানোর নির্দেশ দেন।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের একাংশের আহবায়ক আবরু মিয়া তালুকদার, সাবেক প্রচার সম্পাদক জয়নাল আবেদীন তালুকদার ধলা মিয়া, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, অধ্যাপক হরিদাস রায়, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রত্নাংকুর দাস, আওয়ামীলীগ নেতা শাহীন চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি লাল মিয়া, পৌর কাউন্সিলর দিলওয়ার হোসেন, লিয়াকত আলী, ধন মিয়া, নওশাদ মিয়া, সুদীপ দে, আছাব মিয়া, মহিলা কাউন্সিলর সামছুন্নাহার, তসলিমা জান্নাত কাকলী, সাবেক কাউন্সিলর ইরাজ মিয়া, সামছু মিয়া, মাশুক মিয়া, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রবীন্দ্র কুমার দাস প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত