সিলেটটুডে ডেস্ক

০৪ ডিসেম্বর, ২০১৮ ২৩:০৬

ভুল বুঝাবুঝি ভুলে যাওয়ার আহ্বান কয়েসের

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস বলেছেন, আমাদেরকে সবাই মান অভিমান ভুল গিয়ে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। আওয়ামী লীগের এখন একমাত্র লক্ষ্য হবে নৌকার বিজয়। আর এ বিজয়কে নিশ্চিত করতে সব ধরনের ভুল বুঝাবুঝি ভুলে যেতে হবে। দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই ঐক্যবদ্ধতাকে কাজে লাগিয়ে নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাকে সিলেট-৩ আসন উপহার দিতে হবে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিকেলে বালাগঞ্জ উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ যৌথ আয়োজনে বিশেষ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সিলেট-৩ আসনের এমপি’র আইন উপদেষ্টা এপিপি এডভোকেট সুয়েব আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা এডভোকেট এম এ করিম, কাজী শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশীদ চৌধুরী, কামাল আহমদ,প্রচার সম্পাদক নাসির উদ্দিন, পূর্ব পৈলনপুর ইউপি চেয়ারম্যান মো. আবদুল মতিন, পশ্চিম গৌরিপুর ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মধু, পূর্ব গৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আবদুল হাফিজ রেনু, পশ্চিম গৌরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন নুরু, সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ মনজু, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দুদু মিয়া, সাধারণ সম্পাদক আবদুল কাদির খছরু, বোয়ালজুড় ইউনিয়ন সভাপতি শহীদুজ্জামান চৌধুরী বাচা, পূর্ব পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পবিত্র রঞ্জন বণিক, সাধারণ সম্পাদক শান্তিব্রত চৌধুরী, বালাগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মো. রফিকুল আলম, যুগ্ম আহবায়ক মো. জুনের মিয়া, উপজেলা পূজা পরিষদের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, উপজেলা কৃষক লীগের আহবায়ক আলাল মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল আহাদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফারুক আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েল, সাধারণ সম্পাদক রুবেল আহমদ, বালাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি কালাম মিয়া, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
 
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সোহেল বারি, গীতাপাঠ করেন বিজন কুমার ধর। পরে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সেন্টার কমিটি গঠন নিয়ে আলোচনা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত