শ্রীমঙ্গল প্রতিনিধি

১৪ ডিসেম্বর, ২০১৮ ২০:৫০

আলোর ধারায় কাটুক আঁধার

"আলোর ধারায় কাটুক আঁধার" এই প্রত্যয়ে শহীদ বুদ্ধিজীবি দিবসে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, শ্রীমঙ্গল শাখা মোমবাতি প্রজ্জলন করে পদব্রজে শ্রীমঙ্গলের বধ্যভুমি ৭১ এ শ্রদ্ধাঞ্জলী প্রদান করেছে৷

আজ (১৪ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় শ্রীমঙ্গলের চৌমুহনা চত্বর থেকে এই আলোর মিছিল টি শুরু হয়ে বধ্যভুমি ৭১ এ গিয়ে জাতির সূর্য সন্তাদের শ্রদ্ধা জ্ঞাপন করে ৷শ্রদ্ধাজ্ঞাপনের পর এক মিনিট নীরবতা পালন করা হয়,এবং উদীচীর শপথবাক্য পাঠ করা হয়৷

মিছিল শুরুর পূর্বে চৌমুহনা চত্বরে উদীচী শ্রীমঙ্গল শাখার সভাপতি নিলকান্ত দেবের সভাপতিত্বে ও সহ সভাপতি প্রনবেশ চৌধুরীর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

আলোচনা সভায় বক্তারা বলেন,আমাদের মহান মুক্তিসংগ্রাম ও স্বাধীনতা যুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মাত্র দুইদিন আগে পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে হত্যা করে এদেশের সূর্য সন্তানদের৷

লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, চিত্রশিল্পী, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষকসহ কেউই পাকিস্তানি হানাদারবাহিনীর নির্মম ও নৃশংস হত্যাযজ্ঞ থেকে রেহাই পাননি৷ পাকিস্তানিদের এরুপ জঘন্য কর্মকান্ডের মুল লক্ষ্য ছিলো এদেশের বুদ্ধিবৃত্তিক চর্চা এবং মেধা ও মননের ধারাকে ধ্বংস করে দেয়া৷

এসময় শ্রীমঙ্গল উদীচীর সদস্যরাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন৷

আপনার মন্তব্য

আলোচিত