সিলেটটুডে ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০১৮ ২২:২২

সিলেটে দুই প্রবাসীকে সংবর্ধনা

প্রবাসীরা বহি:বিশ্বে দেশের যেমন সুনাম অক্ষুন্ন রাখছেন ঠিক তেমনি দেশেও বিনিয়োগ করে আমাদের বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন। আগে প্রবাসীদের টাকা ব্যাংকে অলস পড়ে থাকতো। এখন প্রবাসীদের টাকার সুষ্ঠু বিনিয়োগ হচ্ছে। বর্তমানে দেশে প্রবাসীদের বিনিয়োগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রবাসীরা আরও বিনিয়োগ বাড়ালে দেশের বেকারদের জন্য আরো কর্মসংস্থানের সৃষ্টি হবে।

শনিবার সিলেট নগরীর জেলরোডে একটি হোটেলে এসিড সন্ত্রাস নির্মূল কমিটি (এসনিক) ও রোটারী ক্লাব অব গ্যালাক্সি’র যৌথ উদ্যোগে হোটেল ব্যবসায় বিশেষ অবদানের জন্য ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টের চেয়ারম্যান মোসলেহ আহমদ ও ডিরেক্টর আর.আই চৌধুরী শাহাদকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা একথাগুলো বলেন।

এসনিক সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লা গুলজারের সভাপতিত্বে ও রোটারিয়ান এডভোকেট হোসাইন আহমদ শিপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা।

সংবর্ধিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টের চেয়ারম্যান মুসলেহ আহমদ, ডিরেক্টর আর.আই চৌধুরী শাহাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রিটিশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সভাপতি মুহিব চৌধুরী, সুশাসনের জন্য নাগরিক-সুজনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হোসাইন আহমদ চৌধুরী, বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সিলেট গ্যালাক্সি’র সভাপতি ইকলাল আহমদ, রোটারী ক্লাব অব সিলেট রিগ্যাল সিটির সভাপতি কয়েস আহমদ সুমন, রোটারিয়ান আব্দুস সামাদ নজরুল, এডভোকেট রঞ্জু দেবনাথ, দৈনিক আমাদের নতুন সময়ের সিলেট ব্যুরো আশরাফ চৌধুরী রাজু, তৌহিদুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা আরো বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ রয়েছে। আগের মতো বিনিয়োগ নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয় না প্রবাসীদের। প্রবাসীদের বিনিয়োগে চাঁদাবাজদের স্থান নেই। দেশে বেকারদের কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিও বৃদ্ধি পাচ্ছে।

তারা আরো বলেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে সিলেটের প্রবাসীরা সরকারের দায়িত্বশীল পদে যেভাবে আসীন আছেন- ঠিক তেমনি তারা বাংলাদেশে বিনিয়োগেও এগিয়ে আছেন। বর্তমানে বিনিয়োগের সুষ্ঠ পরিবেশ থাকায় প্রবাসীরা দেশে বিনিয়োগ করছেন। তাদের বিনিয়োগে আমাদের দেশের অর্থনৈতিক চাকা সচল হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত