নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০১৮ ১৮:১৮

মানুষের জীবনমান উন্নয়নে মই মার্কায় ভোট চাইলেন প্রণব

সিলেট -১ আসনে বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পাল বলেন, হাতে গোনা কিছু মানুষের ভাগ্যের উন্নয়ন নয়, সকল মানুষের জীবনমান উন্নয়নে মই মার্কায় ভোট চাই।

আসন্ন সংসদ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রণব জ্যোতি পাল সোমবার (১৭ ডিসেম্বর) দক্ষিণ সুরমার কদমতলী, বাবনা পয়েন্ট,  মুক্তিযোদ্ধা চত্বর, নগীরর সোবহানীঘাট, নাইওপুল, এলাকায় গণসংযোগ কালে উপরোক্ত কথা বলেন।

দিনব্যাপী গণসংযোগে বাসদের এ প্রার্থী আরো বলেন, একদিকে কিছু মানুষ জনগণের টেক্সট এর টাকা লুটপাট করে মালশিয়ায় সেকেন্ড হোম তৈরি করছে। অন্যদিকে বেঁচে থাকার জন্য হাজারও তরুণ বেকার জীবনের অভিশাপ থেকে মুক্তি পেতে অবৈধ পথে মালশিয়া গিয়ে গণ খবরে ঠাঁই নিচ্ছে। কারণ দেশে গত সাত বছরে কর্মসংস্থান না থাকায় বেকারের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। তাই তরুণ দের বেকার ঘোছাতে এবং জীবনমান উন্নয়নে ও সকল মানুষের  গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় মই মার্কায় ভোট দিয়ে চলমান আন্দোলনকে বেগবান করতে হবে।

গণসংযোগের সময় প্রণব জ্যোতি পাল এর সাথে ছিলেন বাসদ জেলা সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবু জাফর, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জুবায়ের আহমদ চৌধুরী সুমন, চারণ জেলার সদস্য সুমন আহমদ,  চা শ্রমিক নেতা সুরঞ্জিত মুদি, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ, সঞ্জয় শর্মা, অমিত মোহন্ত,  মলয় দেব প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত