হবিগঞ্জ প্রতিনিধি

০৬ জানুয়ারি, ২০১৯ ১৮:৫১

হবিগঞ্জে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, চিকিৎসক অবরুদ্ধ

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ এনে চিকিৎসককে অবরুদ্ধ করে রাখে রোগী ও তার স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় হাসপাতালে থাকা সাধারণ রোগীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। শনিবার দিবাগত রাত ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে।

হবিগঞ্জ সদর মডেল থানার এসআই আব্দুর রহিম জানান, বাহুবল উপজেলার বাতকাটিয়া গ্রামের মৃত মুজিব উল¬াহর পুত্র আব্দুল আউয়াল (৬৫) কে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পরে মৃতের স্বজনরা ডাক্তার কর্তৃক অবহেলার অভিযোগ এনে কর্তব্যরত ডাক্তার ত্রিলোক চাকমাকে রুমের ভেতর অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে এবং ডাক্তারকে অবরুদ্ধ অবস্থা থেকে নিয়ে আসা হয়। এসময় পুলিশের সাথেও মৃতের স্বজনদের হাতাহাতির ঘটনা ঘটে।

এ ব্যাপারে কর্তব্যরত ডা. ত্রিলোক চাকমা বলেন, ওই রোগীর হার্টে সমস্যা জনিত কারণে হাসপাতালে ভর্তি হয়। এসময় তাকে চিকিৎসাও দেয়া হয়। এক পর্যায়ে তার মৃত্যু হয়। চিকিৎসায় কোন অবহেলা করা হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত