গোয়াইনঘাট প্রতিনিধি

০৯ জানুয়ারি, ২০১৯ ২০:৩৮

প্রতিমন্ত্রী ইমরান আহমদের কৃতজ্ঞতা

সিলেট-৪ আসনের (গোয়াইনঘাট-জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) সর্বস্তরের জনগণ ও দলীয় নেতা-কর্মীসহ সকল মহলের মানুষের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইমরান আহমদ।

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুল হক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কৃতজ্ঞতার কথা জানান।

সিলেট-৪ আসনের সর্বস্তরের মানুষের প্রতি নির্বাচনে তাকে সহযোগিতা করে নৌকা তথা আওয়ামী লীগকে বিজয়ী করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পাঠানো বিবৃতিতে প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেন, "আমি ১৯৮৬ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়ে আপনাদের সেবায় নিয়োজিত আছি। আপনাদের বার বার দেয়া মহামূল্যবান রায়ে আমি ৬ বার মহান জাতীয় সংসদের সদস্য হয়েছি। আমার প্রতি আপনাদের সমর্থন ও ভালোবাসার স্বীকৃতি স্বরূপ আজ আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছি।"

তিনি আরো বলেন, "আমার এ পথচলায় সকল সফলতায় রয়েছে আপনাদের সহযোগিতা, সমর্থন ও হৃদয় উজার করা ভালোবাসা। একাদশ জাতীয় সংসদে আমাকে নির্বাচিত করে আপনারা সংসদে পাঠিয়ে যে সম্মান দিয়েছেন তার প্রেক্ষিতে আমি সরকারের একজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছি। আপনাদের সমর্থন ও মূল্যবান রায় না পেলে আমি এ সম্মান পাওয়া সম্ভব হতো না।"

বিবৃতিতে তিনি আরো উল্লেখ করেন- "আমাকে দেয়া এ সম্মান শুধু আমার নয়, এটা গোটা সিলেট-৪ আসনের সর্বস্তরের জনতার সম্মান। নির্বাচনে আপনার আমাকে নির্বাচিত করে আপনাদের প্রতি আমার গুরু দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছেন। আমি আমার আসনবাসীকে অতীতের ন্যায় উদার, সহনশীলতার রাজনীতি করে আবদ্ধ রাখার পাশাপাশি সকল রাজনৈতিক দল সমূহের প্রতি ভ্রাতৃত্ববোধসহ সুসম্পর্কও বিদ্যমান রাখতে সচেষ্ট থাকবো। আমি আশাবাদী অতীতের ন্যায় ভবিষ্যতেও আমার পথচলায় আমি আপনাদের সমর্থন ও সহযোগিতা পাবো। আমি সকলের সর্বাঙ্গীণ জীবন কামনা করি।"

আপনার মন্তব্য

আলোচিত