দিরাই প্রতিনিধি

১০ জানুয়ারি, ২০১৯ ১৩:২১

দিরাই পৌর কাউন্সিলরকে হুমকি: গ্রেপ্তার ২

দিরাই পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপকে 'হুমকিদাতা' ২ জনকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ ডিবি পুলিশ।

বুধবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই কাজল চন্দ্র দেব, এস আই রিপন চন্দ্র গোপ ও এস আই ফারুকের নেতৃত্বে ডিবি পুলিশ সদস্যরা দিরাই পৌর শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সুনামগঞ্জ জেলা ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ডিবি অফিস সূত্রে জানা যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন দিরাই পৌরসভার চন্ডিপুর গ্রামের হাজী সাইফুল ইসলামের ছেলে হারুনুর রশিদ (২১) ও সুনামগঞ্জ পৌর শহরের শান্তিবাগ এলাকার নুর মিয়ার ছেলে সালমান রানা (২০)।

প্রসঙ্গত কাউন্সিলর মাসুম প্রদীপকে কয়েক দিন ধরে সাবিহা খাতুন নামের একটি আইডি থেকে তার আইডির ম্যাসেঞ্জারে আপত্তিকর ম্যাসেজ দিয়ে আসছিল,  গত ৮ জানুয়ারি তার কাছে ৭০ হাজার টাকা দাবি করে এবং টাকা না দিলে হুমকিদাতারা ছবি এডিট করে আপত্তিকর ছবি বানিয়ে  ফেসবুকে ভাইরাল করে তার  সামাজিক ও রাজনৈতিক সম্মান নষ্ট করবে বলে হুমকি দেয়। এ ঘটনায় ভুক্তভোগী কাউন্সিলর মাসুম প্রদীপ মঙ্গলবার দিরাই থানায় সাধারণ ডায়েরী করেন। ডিবি পুলিশের এস আই কাজল চন্দ্র দেব গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত