মৌলভীবাজার প্রতিনিধি

১১ জানুয়ারি, ২০১৯ ২২:০১

গানে কবিতায় মাতলো মৌলভীবাজার

সময়ের স্রোতে ভেসে যাওয়া নয় বরং অন্যায়ের প্রতিবাদে মুখর হোক আমাদের উচ্চারিত কণ্ঠ। এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে কথা, কবিতা আর গানের এক নান্দনিক অনুষ্ঠান।

শুক্রবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে আলাপনের উদ্যোগে, হেলাল, পুনম, ডোরা ও ইমুর পরিবেশনায় দেশের গান, গণসংগীত আর দ্রোহের-বিপ্লবের কবিতা যা মর্মে মর্মে দর্শকদের হৃদয়ে জাগায় চেতনার প্রতিধ্বনি।

আয়োজকদের একজন ডোরা প্রেন্টিস বলেন, আমরা এখানে বলেছি মানুষের কথা, সাম্যের কথা। এই অনুষ্ঠানে দর্শকদের ব্যাপক সাড়া আমাদের উৎসাহ যুগিয়েছে।

আব্দুল হাফিজ চৌধুরী ইমু বলেন, সুস্ত সংস্কৃতি আমাদের চেতনার উৎস, আমাদের প্রেরণায় অজেয় শক্তি। আমরা বলতে এসেছি সমাজ প্রগতির গতিধারায় আমাদের স্বপ্নকে বিকশিত করার গল্প। সময়ের সাহসী গান কবিতা আর কথোপকথনের ধারণাই প্রেরণা যুগিয়েছে চলার পথে।

এতে ব্যাপক সংখ্যক তারুণদের পাশাপাশি সব বয়সের দর্শকদের সবর উপস্থিতি ছিল।

আপনার মন্তব্য

আলোচিত