শ্রীমঙ্গল প্রতিনিধি

১২ জানুয়ারি, ২০১৯ ১৩:০৪

শ্রীমঙ্গল প্রেসক্লাবের বার্ষিক আনন্দ উৎসব

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক আনন্দ উৎসব-২০১৯। শুক্রবার (১১ জানুয়ারি) বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত এ অনুষ্ঠানমালায় ছিলো গণমাধ্যম কর্মীদের শ্রীমঙ্গলের প্রকৃতি ভ্রমণ।

ভ্রমণের উপর তাৎক্ষনিক ফিচার লেখা, বড়শী দিয়ে মাছ শিকার, কৌতুক, প্রাকৃতিক পরিবেশে সমবেত সংগীত, হাঁসির গল্প, নিজেদের কর্মজীবনের অভিজ্ঞতা বর্ণনা, বিভিন্ন প্রকারের খেলাধুলা, শীতার্তদের কম্বল বিতরণ, ছিলো লোকজ সংস্কৃতির ধারক লালন শাহ্‌, রাধারমণ দত্ত, হাসন রাজা ও আব্দুল করিমের মরমী গানের ভাবার্থ বর্ণনাসহ সংগীত পরিবেশন।

গান পরিবেশন করেন চিকিৎসক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. বিনেন্দু ভৌমিক। তাকে সহযোগিতা করেন উজ্জ্বল আচার্য, সুদীপ্ত সুদীপ, সজল ঘোষ, কান্তা সরকার ও তুর্য পাল।

অনুষ্ঠান মালায় অন্যতম আকর্ষণ ছিলো শ্রীমঙ্গলের নান্দনিক ব্যক্তিত্ব জি এম শিবলীর পরিবেশনায় মজার মজার ধাঁধা৷ সবশেষে ছিলো লটারির মাধ্যমে প্রেসক্লাবের ৪০জন সদস্যের হরেক রকমের পুরস্কার। ছিলো খেলাধুলা ও বিভিন্ন ইভেন্টে বিজয়ীদেরও পুরস্কার।

আর এ অনুষ্ঠান মালার শেষ দিকে প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় ও প্রেসক্লাব সভাপতি মৌলভীবাজার জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬ বর্ডার গার্ড বাংলাদেশ এর অধিনায়ক লে.কর্নেল আব্দুল্লাহ আল মোমেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিনেন্দু ভৌমিক, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন, লন্ডন প্রবাসী শিক্ষানুরাগী আশরাফ উদ্দিন, বাংলাদেশীয় চা সংসদের সিলেট ব্রাঞ্চ চেয়ারম্যান জি এম শিবলী, লন্ডন প্রবাসী মো. মোহন, প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাপ্তাহিক আলোকনের সম্পাদক হুমায়ুন কবির রিপন, ও ইমজা মৌলভীবাজারের সিনিয়র সহ সভাপতি আহমদ ফারুক মিল্লাদ।

আপনার মন্তব্য

আলোচিত