শাবি প্রতিনিধি

১৩ জানুয়ারি, ২০১৯ ২৩:১৮

নগরী থেকে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিলেট নগরীর আখালিয়া থেকে তৌফিকুর রহমান তন্ময় নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বহিষ্কৃত এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় শাবিপ্রবির সিভিল এন্ড ইনভায়রনমেন্ট সায়েন্স বিভাগের ২০১৪-১৫ সেশনের এই শিক্ষার্থীকে গ্রেপ্তার করে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানা পুলিশ।

গ্রেপ্তার সত্যতা নিশ্চিত করে  জালালাবাদ থানা পুলিশের উপ পরিদর্শক (এস আই) মো. ঘারিস জানান, "পূর্ববর্তী একটি মামলার ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।"

মামলা সম্পর্কে তিনি বলেন, "গত বছরের মার্চে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তরিকুল ইসলামের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।"

প্রসঙ্গত, শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তরিকুল ইসলামের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় হওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাখা ছাত্রলীগের সদস্য পদ থেকেও তৌফিকুর রহমান তন্ময়কে বহিষ্কার করা হয়।

শিক্ষার্থী গ্রেপ্তারের বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দিন আহমেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে সাড়া পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত