জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ

১৪ জানুয়ারি, ২০১৯ ০১:১৬

‘আমরা আলোর ফেরিওয়ালা, কে আছেন আলোবিহীন?’

রোববার দুপুর ১টা। সামনে ব্যানার আর উপরে ছোট দুটি মাইক বাধা একটি কাভার্ড ভ্যান। মাইকে বলা হচ্ছে আমরা আলোর ফেরিওয়ালা, ৫ মিনিটে আপনার ঘরে আলো জ্বালাবো। কে আছেন আলোবিহীন? আছেন কি কেউ বিদ্যুৎবিহীন? গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের নওয়াগাঁও গ্রামে গিয়ে দেখা যায় এমন দৃশ্য।

রোববার (১৩ জানুয়ারি) এভাবেই ফেরি করে আলো বিলাচ্ছেন গোলাপগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গোলাপগঞ্জ জোনাল অফিসের কর্মকর্তারা-কর্মচারীরা।

উপজেলার প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি ঘরে আলো জ্বালাতে এমন অভিনব উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ সংযোগে নানা জটিলতা আর দিনের পর দিন যেখানে ধরণা দিতে হতো বিদ্যুৎ অফিসে সেখানে বিদ্যুৎ অফিসই যাচ্ছে এখন মানুষের বাড়ি বাড়ি! বিদ্যুৎ অফিসের এমন অভিনব উদ্যোগ দেখে এলাকার লোকজন কিছুটা অবাক হলেও সকলেই অনেক খুশি।

জানা যায়, এ সেবার মাধ্যমে গ্রাহকের আবেদন পেলেই কেবল সংযোগ ফি নিয়ে দেওয়া হচ্ছে নতুন সংযোগ। মিটারের আবেদন করার সাথে ভ্যান গাড়িতে মিটার, বিদ্যুতের তারসহ অন্য সরঞ্জাম নিয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ভ্যানযোগে গ্রাহকের বাড়িতে গিয়ে হাজির হচ্ছেন।

প্রধানমন্ত্রী ঘোষিত শতভাগ বিদ্যুতায়নের উদ্যোগ বাস্তবায়নে দেশের অন্যান্য উপজেলার মতো গোলাপগঞ্জেও চালু করা হয়েছে ব্যতিক্রমী এই উদ্যোগ। এতে বিদ্যুতের সংযোগ পেতে গ্রামের মানুষরা হয়রানি থেকে মুক্ত হয়েছেন। সকলেই এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

নওয়াগাঁও গ্রামের শ্রমিক নেতা আনোয়ার হোসেন সুনা মিয়া এ প্রতিবেদককে জানান, পল্লী বিদ্যুৎ সমিতির এ উদ্যোগের ফলে অনেক অসহায় মানুষও স্বল্প খরচে কোন হয়রানি ছাড়াই বিদ্যুৎ সংযোগ পাচ্ছে।

মোল্লাগাঁও গ্রামের আলা উদ্দিন বলেন, সরকারের এমন উদ্যোগের ফলে উপজেলার সকল পরিবার বিদ্যুতের আওতায় চলে আসবে।

এ ব্যাপারে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব আব্দুল আহাদ বলেন, ইতিমধ্যে সিলেটের বেশ কয়েকটি পল্লী বিদ্যুতের আঞ্চলিক অফিসের "আলোর ফেরিওয়ালা" নামক বিশেষ উদ্যোগের কার্যক্রম চালু করা হয়েছে। এতে গ্রাহকদের কাছেই নিয়ে যাওয়া হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিসকে। প্রতিদিন শত শত পরিবার আলোকিত হচ্ছে।

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মামুন অর রশিদ বলেন, আলোর ফেরিওয়ালা" নামক বিশেষ উদ্যোগ চালুর প্রথম দিনেই এ উপজেলার ৬টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। গ্রাহদের কাছেই নিয়ে যাওয়া হচ্ছে পুরো বিদ্যুৎ অফিস।

আপনার মন্তব্য

আলোচিত