নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০১৯ ১৯:২৭

সিলেটে এক টন পলিথিন ও কারেন্ট জাল উদ্ধার

সিলেট নগরীর মহাজনপট্রি এলাকার একটি কলোনী থেকে এক টন নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল উদ্ধার করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সেগুলো উদ্ধার করা হয়। ওই সময় ভ্রাম্যমান আদালত তিন হাজার টাকা জরিমানাও করেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রাসেল নোমান জানান, ওই এলাকার সেলিম মিয়া নামের এক ব্যাক্তির মালিকানাধীন কলোনীর বিভিন্ন কক্ষ থেকে সেগুলো উদ্ধার করা হয়। ব্যবসায়ীরা কলোনীর বিভিন্ন কক্ষ গুদাম হিসেবে ব্যবহার করে আসছিল। অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউটর সাইফুল ইসলাম, পুলিশ কর্মকর্তা ফারুক আহমদ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত