কমলগঞ্জ প্রতিনিধি

২২ জানুয়ারি, ২০১৯ ২৩:০৩

কমলগঞ্জে কৃষ্ণচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনার উদ্বোধন

মৌলভীবাজারের কমলগঞ্জে আদমপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত কৃষ্ণচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত শহিদ মিনার উদ্বোধন, শিক্ষার্থী বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের শহিদ মিনারের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক এ কে এম সাফায়েত আলম। স্থানীয় এলাকাবাসীর অর্থায়নে লক্ষাধিক টাকা ব্যয়ে এই দৃষ্টিনন্দন শহিদ মিনারটি নির্মিত হয়।

কমলগঞ্জ উপজেলার মণিপুরি অধ্যুষিত আদমপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকা কৃষ্ণচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠানমালা শুরু করা হয়।

কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোশারফ হোসেন এর সভাপতিত্বে ও শিক্ষক ফয়জুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বায়েজিদ খান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কিশলয় চক্রবর্তী, মারুফ আহমদ চৌধুরী, উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাকটর এস এম ফয়সল, এসএমসির সভাপতি ইবুংতন সিংহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিপিডির ব্যবস্থাপক জন ব্রিগেন মল্লিক, কবি ও প্রাবন্ধিক থাইয়ুন ইন্দ্রজিত, অভিভাবক সদস্য উজ্জ্বলা সিনহা প্রমুখ।

অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। এছাড়া বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও শ্রেষ্ঠ মাকে পুরস্কৃত করা হয়। আলোচনা সভা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান পরিবেশন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত