কমলগঞ্জ প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি , ২০১৯ ২০:৫৩

কমলগঞ্জের বিভিন্ন স্থানে সরস্বতী পূজা অনুষ্ঠিত

সারাদেশের ন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা দেবী সরস্বতী পূজা বিপুল উৎসাহ উশুীপনার মধ্য দিয়ে রোববার অনুষ্ঠিত হয়। বিদ্যা দেবীর এই পূজাকে কেন্দ্র করে ওইদিন সকাল থেকেই বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে ভক্ত পূণ্যার্থীদের ঢল নামে। সকালে হিন্দু সম্প্রদায়ের ভক্তরা বিদ্যা এবং জ্ঞান লাভের আশায় সরস্বতী মায়ের রাতুল চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন।

পূজা চলাকালীন ঢাকের শব্দ আর উলু ধ্বনিতে মুখরিত হয়ে উঠে প্রতিটি পূজামাণ্ডপ। পূজা শেষে ভক্তদের মধ্য প্রসাদ বিতরণ করা হয়। এ বছর কমলগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব সংগঠন মিলিয়ে তিনশতাধিক মন্ডপে একযোগে এই সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়।

শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে কমলগঞ্জ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সনাতনী শিক্ষক-শিক্ষিকার উদ্যোগে কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নানা আয়োজনে দিনব্যাপী কর্মসুচী পালিত হয়। এতে বিপুল সংখ্যক নানা শ্রেলি-পেশার লোকজন অংশগ্রহণ করেন। এদিকে সরস্বতী পূজা উপলক্ষে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনয়নের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যলয় মাঠে শ্রী শ্রী রাধাকৃষ্ণ সনাতনী যুব ফোরামের আয়োজনে ৩য় বারের মতো দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। রাতে অনুষ্ঠত হয় পদাবলী কীর্তন। সিলেটের গোয়াইনঘাট জয় রাধে যুব সংঘের বিধু চন্দ্র চন্দ পদাবলী কীর্তন পরিবেশন করেন। এতে হাজারো ভক্তবৃন্দের সমাগম ঘটে। এছাড়া কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ, শমশেরনগর বিএএফ শাহীন কলেজ, মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়, হাজী মো. উস্তরয়ার বালিকা উচ্চ বিদ্যালয়, এমটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন উচ্চ বিদ্যালয়েও সরস্বতী পূজা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।

আপনার মন্তব্য

আলোচিত