ছাতক প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি , ২০১৯ ১৬:২৪

ছাতকের সিংচাপইড় ইউপির উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ

সুনামগঞ্জের ছাতকের সিংচাপইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাতজন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ম‌ধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

প্রার্থী‌দের ম‌ধ্যে একমাত্র দলীয় প্রতীক পেয়েছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রবাসী আশিক আলী (নৌকা) প্রতীক।

বাকি ছয় জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে মুজাহিদ আলী (আনারস), মুর্শেদ চৌধুরী (চশমা), ফারুক আহমদ (ঘোড়া), প্রবাসী আবদুল মালিক (অটোরিকশা), আফজাল হোসেন সেবুল (মোটরসাইকেল) ও মনজু আহমদ (টেলিফোন) প্রতীক পেয়েছেন।

প্রসঙ্গত, সিংচাপইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে এর আগে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। চূড়ান্ত যাচাই-বাছাইয়ে ৯ জন প্রার্থীরই মনোনয়নপত্র বৈধতা পায়। এর মধ্যে রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে দুইজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

আপনার মন্তব্য

আলোচিত