জৈন্তাপুর প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি , ২০১৯ ১৭:২৫

জৈন্তাপুরে পুলিশি বাধায় টিলা দখলে ব্যর্থ বাগান কর্তৃপক্ষ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পুলিশি বাঁধায় বাউরীটিলা দখলে ব্যর্থ হয়েছে লালাখাল চা বাগান কর্তৃপক্ষ।

শনিবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১১টায় লালাখাল চা বাগান টিলা বাবুর নেতৃত্বে শতাধিক শ্রমিক নিয়ে বাউরীটিলা দখলের চেষ্টা চালানো হয়। এসময় বাউরীটিলার বাসিন্ধা ৩২টি পরিবার দখলে বাঁধা দেয়। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষীয় সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।
 
সংঘর্ষের খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার এসআই প্রদীপের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। টিলায় বসবাসকারী ও পুলিশের কড়া বাঁধায় পিছু হটে বাগান কর্তৃপক্ষের বাহিনী। পরে স্থানীয় ইউপি সদস্য এবং জৈন্তাপুর মডেল থানার এসআই প্রদীপের মধ্যস্থতায় পুলিশ ঘটনাস্থল থেকে বাগান পক্ষকে সরিয়ে দেন এবং উভয় পক্ষকে কাগাজপত্র সহ থানায় আসতে বলেন।

জানা যায়, লালাখাল চা বাগান কর্তৃপক্ষ ওই ভূমি দখল করতে গত ৪ ফেব্রুয়ারী নির্বাহী ম্যাজিষ্ট্যাটের মাধ্যমে বাউরীটিলায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে। ম্যজিষ্ট্যাটের উপস্থিতিতে চা-বাগান কর্তৃপক্ষ ওইসময় ১২টি ঘর সহ ফসলাদী পুড়ে দেয়। পরবর্তীতে এই ভূমিতে বসবাসকারীরা ৩২টি পরিবার ম্যাজিষ্ট্যাটকে ভূল ব্যাখ্যা দিয়ে উচ্ছেদের নামে বসত ঘর ও ফসলাদী পুড়ে দেওয়ার ঘটনায় বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে নির্বাহী আদালতে মামলা দায়ের করে । মামলা দায়ের করার পর এই ঘটনা ঘটে।

বাউরীটিলার বাসিন্ধা হাজির আলী জানান, ইতোপূর্বে বাগান কর্তৃপক্ষ আমাদের উপর দুটি মামলা দায়ের করেছে । আদালত দীর্ঘ শুনানি শেষে দুটি মামলায় রায় আমাদের পক্ষে দিয়েছেন। এদিকে সহকারী জজ জৈন্তাপুর আদালত, সিলেট স্বত্ব মোকদ্দমা নং-৪৬/২০১৮ দায়ের রয়েছে। তার পরেও বাগান কর্তৃপক্ষ আদালতের নির্দেশ অমান্য করে কখনো নির্বাহী ম্যাজিষ্ট্যাটকে ভূল ব্যাখ্যা উপস্থাপন করে কখনো জোর পূর্বক দখলের চেষ্টা চালায়। পূর্বের ন্যায় তারা দখলে আসলে আমরা শেষ রক্ষা করতে বাধা দিয়েছি। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

এ বিষয়ে লালখাল বাগানের দখলে নেতৃত্বদানকারী টিলা বাবু প্রতিবেদককে কিছু বলতে রাজী হননি। তিনি জানান কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক আমি লোকজন নিয়ে এসেছি।

জৈন্তাপুর মডেল থানার এসআই প্রদীপ জানান, সংবাদ পেয়ে দ্রুত বাউরীটিলা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। পওে বাগান কর্তৃপক্ষ ও বসবাসকারী উভয় পক্ষকে থানায় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে।  

আপনার মন্তব্য

আলোচিত