বিয়ানীবাজার প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি , ২০১৯ ১৭:২৯

বিয়ানীবাজারে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

উপজেলা পরিষদ নির্বাচন

বিয়ানীবাজার উপজেলা নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সর্বমোট ১৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) তারা মনোনয়নপত্র জমা দেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে ৫ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে আবার ৩ জন প্রার্থী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পদধারী। অপর দুজন সরাসরি জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত।

তবে তারা দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করছেন না। এখানে বিএনপি-জামায়াত সমর্থিত কেউ মনোনয়নপত্র জমা দেননি।

বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেয়া প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম পল্লব, কার্যকরী কমিটির সদস্য শামীম আহমদ, জাতীয় পার্টির সভাপতি আবুল হাসনাত ও সহসভাপতি আলকাছ আলী।

নির্বাচনী কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বির আহমদ, পৌর আওয়ামী লীগের সহসভাপতি খছরুল হক খছরু, ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. জামাল হোসেন, ছাত্রলীগ নেতা আশরাফুল হক রুনু ও চারখাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা মামুনুর রশীদ খান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান প্যানেল মেয়র রুকসানা বেগম লিমা ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হাসিনা বেগম।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন জানান, সোমবার মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ উপজেলায় আগামী ১৮ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত