জৈন্তাপুর প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি , ২০১৯ ২০:২৯

জৈন্তাপুরে ১৫ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

উপজেলা পরিষদ নির্বাচন

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে জৈন্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে ২টি, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫টি এবং ভাইস চেয়ারম্যান পদে ৮টি মনোনয়ন পত্র জমা পড়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে জৈন্তাপুর উপজেলায় ৩টি পদে ১৮টি মনোনয়ন ফরম বিক্রয় হলেও মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে জমা পড়েছে ১৫টি মনোনয়ন পত্র। তাদের মধ্যে চেয়ারম্যান মনোনয়ন জমা দেওয়া দু'জনই আওয়ামী লীগ নেতা।

আওয়ামীলীগ মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগ‘র সাধারণ সম্পাদক লিয়াকত আলী জেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদ সতন্ত্র প্রার্থী হিসেবে বিকাল ৩টায় উপজেলা নির্বাচন অফিসে নিজের মনোনয়নপত্র জমা দেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শ্রী জয়মতি রানী, এছাড়া মোছাঃ সুনারা বেগম, মাধবী রানী নম, প্রাণতি রানী মালাকার, পলিনা রহমান।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, মোঃ কুটি মিয়া, শংকর কুমার দাশ, আব্দুল হক, মাওলানা কবির আহমদ, আবুল হোসেন খান, মোঃ নাজিম উদ্দিন, মোঃ আব্দুর রব। ২০ ফেব্রুয়ারী দুপুর ১২টায় জেলা নির্বাচন অফিসে প্রার্থীদের মনোনয়ন পত্র চুড়ান্ত বাছাই শেষে তাদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত