বিশ্বনাথ প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি , ২০১৯ ২১:০৭

বিশ্বনাথে ৫৫০জন রোগী পেলেন ফ্রি চক্ষু চিকিৎসা

সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮ ইউনিয়নের ৫৫০জন অসহায় ও দরিদ্র রোগীকে ঔষধসহ ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

সোমবার (১৮ফ্রেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার দৌলতপুর ইউনিয়নের চাউলধনী স্কুল এন্ড কলেজে ‘দৌলতপুর ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকে’র উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়।

৫৫০জন রোগীর মধ্যে ২৫০জনকে ঔষধ, ১৫৬জনকে চশমা এবং অপারেশন উপযোগী ৯০জনের মধ্যে ৫০জনকে ওসমানীনগর ভার্ড চক্ষু হাসপাতালের মাধ্যমে ফ্রি চক্ষু অপারেশন করানো হয়।

এরআগে সকালে চাউলধনী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ফ্রি-চক্ষু শিবির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দৌলতপুর ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকে’র জেনারেল সেক্রেটারী মোহাম্মদ মোহাব্বত শেখ। বিশেষ অতিথির বক্তব্য দেন দৌলতপুর ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকে’র জয়েন্ট সেক্রেটারী হাসিন উজ্জামান নুরু।

ট্রাস্টের বাংলাদেশ শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মখলিছুর রহমানের সভাপতিত্বে ও চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শফিক আহমদ পিয়ারের উপস্থাপনায় উদ্বোধনী সভায় বক্তব্য দেন ওসমানীনগর ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার শফিকুল ইসলাম ভূঈয়া ও চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোহাম্মদ আলতাফ হোসেন।

এদিকে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির পরদির্শন করেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আমির আলী, প্রবাসী সাংবাদিক রহমত আলী, চাউলধনী স্কুল বাস্তাবায়ন কমিটির সেক্রেটারী বকুল খান, সাবেক ইউপি সদস্য আকবর আলী। ফ্রি-চক্ষু শিবির চলাকালে উপস্থিত ছিলেন সমাজসেবক মস্তাব আলী, গিয়াস উদ্দিন, মাওলানা রুহুল আমীন, মাওলানা ফারুক আহমদ, সাদ উদ্দিন, ফখর উদ্দিন, চাউলধনী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শাহ আলম খান, সহকারী শিক্ষক আনহার আলী, নাসির উদ্দিন, সানজিদা নাহার, জাকির হোসেনসহ আরও অনেকে।

আপনার মন্তব্য

আলোচিত