বিশ্বনাথ প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি , ২০১৯ ০০:৩১

বিশ্বনাথে শতাধিক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

সিলেটের বিশ্বনাথ উপজেলার আলহাজ্ব আব্দুল মতলিব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুল-ড্রেস, ব্যাগ ও ছাতা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ‘আলহাজ্ব আব্দুল মতলিব চৌধুরী মেমোরিয়াল ট্রাষ্ট’র উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। স্কুল মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, আর প্রধান বক্তার বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিলেটের বিভাগীয় উপ-পরিচালক এ.কে.এম সাফায়েত আলম।

বক্তব্যকালে তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা থেকে শুরু করে দেশের সকল পর্যায়ে উন্নতি হচ্ছে এবং দেশ এগিয়ে যাচ্ছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা মোতাবেক ২০২১সাল থেকে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত হতে সক্ষম হবে। কাজেই উন্নত দেশ দেখতে হলে শিক্ষার প্রসারে সকলকে কাজ করতে হবে। কারণ শিক্ষা ছাড়া উন্নত দেশ কিংবা উন্নত জাতি গঠন অসম্ভব।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আলম চৌধুরী অপুর সভাপতিত্বে ও সংগঠক বদরুল ইসলাম শিপুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিন আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি হরমুজ আলী, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেযারম্যান পদপ্রার্থী নুনু মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির আলী চেয়ারম্যান, উপজেলা উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান প্রার্থী আলতাব হোসেন, আওয়ামী লীগ মনোনীত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোছাঃ জুলিয়া বেগম, দশঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন। অনুষ্ঠানের শুরতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী খান আবদুল্লাহ ও স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ইস্ট লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুনু মিয়া, দশঘর ইউনিয়ন পরিষদের মেম্বার আবদুল গফুর, প্রবীন মুরব্বী আনোয়ার আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ফজর আলী মেম্বার, আওয়ামী লীগ নেতা তজম্মুল আলী, তৈমুছ আলী, ছিদ্দিকুর রহমান, শামছুর ইসলাম সমুজ, লাল মিয়া, আনা মিয়া, প্রবাসী আলম খান, হেলাল মিয়া, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, কৃষক লীগ নেতা জামাল মিয়া, উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরান দে, যুবলীগ নেতা আবদুল হক, কামরুজ্জামান সেবুল, শহীদুজ্জামান সেলন, লালা মিয়া, অ্যাডভোকেট সায়েদ আহমদ, শেখ আলমগীর, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, নিজাম উদ্দিন, সিজিল মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুহেল আহমদ মুন্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সহ সভাপতি সেলিম আহমদ, দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহসিনুর রহমান, ছাত্রলীগ নেতা সুয়া আল-হাসান, আবদুল হামিদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত