মৌলভীবাজার প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি , ২০১৯ ০০:৩৭

মৌলভীবাজারে ভোটের আগেই চেয়ারম্যান হচ্ছেন কামাল

মনোনয়নপত্র জমা দিয়েই মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যা্ন হতে যাচ্ছেন মো: কামাল হোসেন। এই উপজেলায় তাঁর কোনো প্রতিদ্বন্দ্বি নেই। ফলে বিনা ভোটেই চেয়ারম্যান হতে যাচ্ছেন কামাল।

সোমবার বেল তিনটায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী কামাল হোসেন। এ উপজেলায় চেয়ারম্যা্ন পদে আর কেউ মনোনয়নপত্র জমা দেননি।

ফলে যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ হলে জেলার মধ্যে তিনিই হবেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত একমাত্র প্রার্থী।

মোঃ কামাল হোসেন বর্তমানে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ৪ বারের নির্বাচিত সভাপতি। তিনি দীর্ঘদিন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯৩ সালে জেলা ছাত্রলীগের সভাপতি, ১৯৯৬ সালে আপার কাগাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত