গোয়াইনঘাট প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি , ২০১৯ ০১:৩৩

গোয়াইনঘাটে ঘোড় দৌড় প্রতিযোগিতা সম্পন্ন

বিলুপ্ত প্রায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় (ঘোড়দৌড়) প্রতিযোগিতা। প্রতিবারের ন্যায় এবারও সিলেটের গোয়াইনঘাটে তিনদিন ব্যাপী ঘোড়া মেলা ও ঘোড়দৌড় প্রতিয়োগীতা অনুষ্ঠিত হয়েছে।

১৮ফেব্রুয়ারি সোমবার বিকেল উপজেলার আলীরগাঁও ইউনিয়নের খাষমৌজা মাঠে এ দৌড় শুরু হয় এবং বুধবার দুপুর ১২টায় একই মাঠে ফাইনাল দৌড় ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। অর্ধশতাধিক ঘোড়ার সমন্বয়ে দৌড় সমাপ্ত। ফাইন্যালে বাংলার সুলতান, শুভা সুন্দর এবং  হৃদয় বাংলা নামক তিনটি ঘোড়া অংশ গ্রহণ করে। এতে ফাইনাল দৌড়ে বাংলার সুলতান ১ম স্থান, শুভা সুন্দর ২য় স্থান এবং হৃদয় বাংলা তৃতীয় স্থান অর্জন করে।

পরিচালনা কমিটির সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাব’র সভাপতি মনজুর আহমদ, উপজেলা ভাইস চেয়রম্যান পদপ্রার্থী ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী সুমন, বিশিষ্ট সমাজসেবী সিরাজুল ইসলাম সিরাই, বিলাল উদ্দিন, হাজী খলিলুর রহমান, আতাউর রহামন, আবু হানিফ, আব্দুর রহমান, বিলাল উদ্দিন, এখালাছুর রহমান, মকবুল হোসেন, মাসুক আহমদ, শমছুল হক প্রমুখ।

এতে বিচারকের দায়িত্ব পালন করেন সিজাজ উদ্দিন, মকবুল হোসেন। সরেজমিনে ঘুরে দেখা যায় গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের খাষ মৌজা মাঠে বারহাল এলাকাবাসী কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা হতে অর্ধ-শতাধিক ঘোড়া, দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। বিভিন্ন ইভেন্টের মাধ্যমে দৌড়ে অংশ গ্রহন করে তারা পর্যায়ক্রমে তারা ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে।

প্রতিটি ঘোড়ার সাথে ৩থেকে ৪জন লোক থাকে। সকল লোকজন’র থাকা খাওয়ার ব্যবস্থা দিতে হয় আয়োজককারীদের। প্রতিদিন মাঠের চার পাশে অর্ধ-লক্ষাধিক মানুষের সমাগম গঠে। এতে নারী পুরুষ যুবক শিশু থেকে শুরু করে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত হয়।

আয়োজক কমিঠির সভাপতি শফিকুর রহমান জানান, ঐতিহ্যবাহী এ মেলা আমাদের অঞ্চল হতে দিন দিন বিলুপ্ত হতে চলছে। আমরা প্রতি বছর আলীরগাঁও অঞ্চলের লোকজনদের অনুমতি নিয়ে একটি মাঠ নির্বাচন করি। প্রশাসনের উর্দ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ ভাবে খেলাটি পরিচালনা করি। ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করাটা অনেকটা কষ্ট সাদ্য হলেও কোন প্রকার প্রচার প্রচারনা ছাড়াই বিলুপ্ত হয়ে যাওয়া ঐহিয্যবাহী খেলাটি আয়োজন করি।

এক নজর ঘোড় দৌড় প্রতিযোগীতা দেখতে হাজার হাজার নারী পুরুষ অংশ গ্রহন করে খেলার মাঠে।

আপনার মন্তব্য

আলোচিত