সিলেটটুডে ডেস্ক

২১ ফেব্রুয়ারি , ২০১৯ ২৩:১০

চা বাগানের শিশুদের নিয়ে ঊষা’র মাতৃভাষা দিবস পালন

চা বাগানের শিশুদের নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করেছে শিশু কিশোরদের সংগঠন ঊষা। সিলেটের লাক্কাতুরা চা বাগানের শহীদ মিনারে সেখানকার শিশুদের নিয়ে দিবসটি পালন করা হয়।

২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সূর্যাস্তের সময় হাতে প্রদীপ আর বর্ণমালা নিয়ে বাংলাভাষার জন্য প্রাণ দেওয়া শহীদদের স্মরণ করে চা বাগানের শিশুরা।

সূর্যাস্তের সময় এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় ঊষার মাতৃভাষা দিবসের অনুষ্ঠান। এরপর প্রদীপ ও বর্ণমালা হাতে অালোর মিছিল করে শহীদ মিনার প্রাঙ্গনে সমবেত হয় শিশুরা। ঊষা'র এই অায়োজনে ঊষা পরিবারের সকল সদস্যদের সাথে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা অাতাউর রহমান। অালোর মিছিলে এলাকার তরুণ, চা শ্রমিক নারী পুরুষরাও অংশ নেন।

উল্লেখ্য, সিলেটের চা শ্রমিক পরিবার এবং শহর এলাকার বঞ্চিত শিশুদের প্রতিভা বিকাশের কাজ করছে 'ঊষা'।

আপনার মন্তব্য

আলোচিত