নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি , ২০১৯ ১৯:১৩

সিলেটে বাস্তাবায়নাধীন উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ পরিকল্পনা মন্ত্রীর

সিলেট বিভাগে বাস্তাবায়নাধীন উন্নয়ন প্রকল্প সমুহকে দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজে পরিকল্পনা মন্ত্রনালয়ের বাস্তবায়ন পরিবীক্ষন ও মুল্যায়ন বিভাগ আয়োজিত পর্যালোচনা সভায় বিভাগের প্রকল্পের সকল পরিচালককে এমন নির্দেশনা দেন তিনি।

মন্ত্রী ছাড়াও এসময় সভায় উপস্থিত ছিলেন আইএমইডি এর এনডিসি সচিব আবুল মনসুর মো. ফয়জুল্লাহ।

এসময় এম এ মান্নান প্রকল্প পরিচালকদের বলেন, যে কোন প্রকল্প চলাকালীন সময়ে সংশ্লিষ্ট পরিচালকরা ঐ এলাকায় অবস্থান না করার কারনে সময় মতো কোন প্রকল্পই শেষ হয় না । এটি খুব বাজে একটি কাজ। ভবিষ্যতে যে কোন প্রকল্পের জন্য সংশ্লিষ্ট পরচালককে স্বশরীরে এলাকায় থেকে কাজ সম্পন্ন করতে হবে স্বচ্ছভাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই। অন্যথায় দেশের মানুষের কাছে জবাবদিহীতার কোন সুযোগ থাকবে না।

বর্তমান সরকার উন্নয়নকেই প্রাধান্য দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তার বাস্তবায়ন করাটাই সকলের মুল কাজ। পর্যালোচনা সভায় সিলেট বিভাগের সকল জেলা প্রশাসক ছাড়াও বিভাগীয় কমিশনসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত