মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ

০৯ মার্চ, ২০১৯ ২৩:৪৯

নবীগঞ্জে আলমগীর, সেলিম না খালেদা?

রোববার উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটযুদ্ধ শুরু হতে যাছে। দেশের ৭৮টি উপজেলার মতো সিলেট বিভাগের হবিগঞ্জ জেলাও ৮টি উপজেলায় চেয়ারম্যান পদে ২৯, ভাইস চেয়ারম্যান পদে ৪৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, নবীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে এবার ত্রিমুখী লড়াই হবে বলে মনে করছেন সাধারণ ভোটাররা। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই এখন দেখার বিষয় এ উপজেলায় কে হাসবেন শেষ হাসি। কে পড়বেন বিজয়ের মালা? এখনো এমন প্রশ্ন নিয়ে পুরো উপজেলায় চলছে আলোচনা।

নির্বাচনী তফসিল ঘোষণা ও প্রতীক বরাদ্দের পর থেকে ভোট প্রার্থনায় মাঠ চষে বেড়াচ্ছিলেন প্রার্থীরা। হাট-বাজারসহ বিভিন্ন স্থানে চলছিল সভা-সমাবেশ ও উঠান বৈঠক। তাদের প্রচারণায় সরগরম ছিল ভোটের মাঠ।

নবীগঞ্জ উপজেলায় ভোটার রয়েছেন ২ লাখ ৩৬ হাজার ২ শত ৪৯ জন। এই উপজেলায় ১১৫টি ভোটকেন্দ্র রয়েছে। উপজেলায় পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ৮৬৭ এবং মহিলা ভোটার রয়েছেন ১ লাখ ২০ হাজার ৩৮২ জন। ১১৫টি ভোটকেন্দ্রে ৪৮০ টি বুথ রয়েছে। প্রতিটি ভোট একজন পুলিশের এসআই এবং এএসআইর নেতৃত্বে কেন্দ্রে আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন বলে জানা গেছে।

এ ছাড়াও বিজিবি ও র‌্যাব সদস্যরা টহলে থাকবেন। নির্বাচনে যেকোনো প্রকারের বিশৃঙ্খলা ও নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জিরো টলারেন্স নীতির ভিত্তিতে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট আলমগীর চৌধুরী (নৌকা প্রতীক), আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম (ঘোড়া প্রতীক), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান হাদী গাজির স্ত্রী গাজী খালেদা সরোয়ার (দোয়াত কলম), সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই (কাপ-পিরিচ), জাতীয় পার্টির হায়দর মিয়া (লাঙ্গল) ও ইসলামী ঐক্যজোট মাওলানা আবু ছালেহ (মিনার)।

উপজেলার সাধারণ ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে, যারা এলাকার উন্নয়ন করবে এমন প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থী নির্বাচিত করতে চান তারা। চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্র বিন্দুতে আছেন ফজলুল হক চৌধুরী সেলিম ও বর্তমান চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। তবে গেল সংসদ নির্বাচনে মিলাদ গাজীর চমকে একই পরিবারের প্রার্থী গাজী খালেদা সরোয়ারকে নিয়েও থেমে নেই আলোচনা।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল (টিউবওয়েল), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গতি গোবিন্দ দাশ (তালা) ও উপজেলা জাপার আহ্বায়ক ডাঃ শাহ আবুল খায়ের (উড়ো জাহাজ)।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ক্লিন ইমেজের অধিকারী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম (হাঁস) আলোচনার কেন্দ্র বিন্দুতে আছেন। এ ছাড়াও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছইফা রহমান কাকলি (ফুটবল) ভালো অবস্থানে রয়েছে। উপজেলা পরিষদের নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।

শনিবার (৯ মার্চ) দুপুরের মধ্যে সকল কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে বলে প্রশাসনের সূত্রে জানা গেছে।

আপনার মন্তব্য

আলোচিত