হবিগঞ্জ প্রতিনিধি

১০ মার্চ, ২০১৯ ১২:৫০

বানিয়াচংয়ের বিভিন্ন কেন্দ্রে কালির সংকট

উপজেলা পরিষদ নির্বাচন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিভিন্ন কেন্দ্রে কালি সংকট দেখা দিয়েছে। ফলে ওই কেন্দ্রগুলোতে বেলা বাড়ার সাথে সাথে ভোট গ্রহণে ব্যাঘাত ঘটার আশঙ্কা করছেন প্রার্থীর এজেন্টরা।

রোববার (১০ মার্চ) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।

সকালে বানিয়াচং উপজেলার আথুকুড়া ও সুনারুসহ কয়েকটি কেন্দ্র ঘুরে কালির এ সংকট দেখা যায়। এ সময় প্রার্থীর এজেন্টরা ক্ষোভ প্রকাশ করেন।

তারা বলেন, সকাল ১১টা পর্যন্ত ভোটারদের তেমন উপস্থিতি ছিল না। অথচ কালির সংকট দেখা দিয়েছে। সুনারু ও আথুকুড়া কেন্দ্রে স্কুলের কালি দিয়ে চলছে ভোট গ্রহণ।

এমতাবস্থায় ভোটার উপস্থিতি বাড়লে কালি সংকটে ভোট গ্রহণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকেই।

এ ব্যাপারে সুনারু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, আমার কেন্দ্রে প্রয়োজনের তুলনায় কালি কম দেয়া হয়েছে। ফলে সকাল ১১টায় কালি সংকট দেখা দেয়। পরে স্কুলের খালি দিয়ে ভোট গ্রহণ চলছে।

আপনার মন্তব্য

আলোচিত