সুনামগঞ্জ প্রতিনিধি

১০ মার্চ, ২০১৯ ২৩:০৪

ধর্মপাশা-শাল্লা-তাহিরপুর ও বিশ্বম্ভরপুরে জয়ী যারা

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের ধর্মপাশায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোজাম্মেল হোসেন রোখন, শাল্লায় নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ, তাহিরপুরে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী করুণা সিন্ধু বাবুল ও বিশ্বম্ভরপুর উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী  সফর আলী চেয়ারম্যান পদে জয় লাভ করেছেন।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এসব তথ্য জানা গেছে।

ধর্মপাশা: এ উপজেলায় চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোজাম্মেল হোসেন রোখন। তিনি ৩৭ হাজার চারশত ৭৫ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম আহমদ মুরাদ। তিনি পেয়েছেন ২৯ হাজার তিনশত ৭২ ভোট।

শাল্লা: এ উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ২৪ হাজার নয়শত ৮১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট অবনী মোহন দাস পেয়েছেন ১৯ হাজার তিনশত ৩ ভোট।

তাহিরপুর: এ উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী করুণা সিন্ধু বাবুল জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫০ হাজার পাঁচশত ৫ ভোট। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আনিসুল হক। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ২৪ হাজার তিনশত ৩০ ভোট।

বিশ্বম্ভরপুর: এ উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে ২৩ হাজার দুইশত ৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সফর আলী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশীদ। তিনি পেয়েছেন ১৭ হাজার ছয়শত ১ ভোট।

আপনার মন্তব্য

আলোচিত