নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ, ২০১৯ ২১:১৩

তালতলা থেকে ‘অজ্ঞান পার্টি’র সদস্য গ্রেপ্তার

সিলেট নগরীর তালতলা থেকে অজ্ঞান পার্টির এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আব্দুস শহিদ (৫৫) নামের ওই ব্যক্তি দক্ষিণ সুনামগঞ্জের কামরূপদলং গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আব্দুস শহিদের বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানায় এবং সুনামগঞ্জের ছাতক থানায় দুটি মামলা রয়েছে। সহযোগীদের নিয়ে তিনি দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে নেশা জাতীয় দ্রব্য ব্যবহারের মাধ্যমে অজ্ঞান সর্বস্ব লুটে নিতেন।

আব্দুস শহিদের কাছ থেকে ৩টি পাসপোর্ট (নং-W0293316, BR0695121, BJ0546500), ২টি জাতীয় পরিচয়পত্র এবং ৭৩ হাজার টাকা মূল্যের একটি র‌্যাডো ঘড়ি জব্দ করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানিয়েছেন, অজ্ঞান পার্টির কবলে পড়া ফিরোজ আলী বাদী হয়ে আব্দুস শহিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় আরেকটি মামলা করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত