নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ, ২০১৯ ১৪:২৩

বোম্বে সুইটস’র জি এম’র পদত্যাগের দাবিতে মানববন্ধন

বোম্বে সুইটস এন্ড কোম্পানি লিমিটেডে এক বিক্রয় প্রতিনিধি মো. রুবেল হোসেনের উপর জি এম কর্তৃক শারীরিক নির্যাতনের প্রতিবাদে সিলেট নগরীতে মানবব্ন্ধন করেছেন সিলেটে কর্মরত সকল  বিক্রয় প্রতিনিধিরা।

বুধবার (১৩ মার্চ) নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা এ মানববন্ধন করেন।

জানা যায়, টট্টগ্রামের আট হাজারীতে বিক্রয় প্রতিনিধি মো. রুবেল হোসেনের উপর শারীরিক নির্যাতন করেন বোম্বে সুইটস এন্ড কোম্পানি লিমিটেডের জি এম মোল্লা জাহিদুর রহমান। এর প্রতিবাদে সারা বাংলাদেশের বিক্রয় প্রতিনিধিদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এর পরিপেক্ষিতে সারা দেশের মতো সিলেট নগরীতে মানববন্ধন করেন  বিক্রয় প্রতিনিধিরা।

মানববন্ধন থেকে বোম্বে সুইটস এন্ড কোম্পানি লিমিটেডের জি এম মোল্লা জাহিদুর রহমানের শাস্তি দাবি করে দ্রুত তাকে এ পদ থেকে পদত্যাগ করার দাবি জানানো হয়।

এ ব্যাপারে আন্দোলনের সিলেটের মুখপাত্র কোম্পানিটির সিলেট রিজিওনের সেলস সুপারভাইজার মো. আলাউদ্দিন সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, কোম্পানির মালিক পক্ষের সাথে আমাদের একটি মিটিং হয়েছে। তিনি আমাদের আশ্বস্ত করেছন এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, কোম্পানিটির সিলেট রিজিওনের সেলস সুপারভাইজার জাহাঙ্গীর আলম, মো. আলাউদ্দিন, বিক্রয় প্রতিনিধি মো. রুবেল, মো. হাসান, সজিব, মিজান, হাসান, সুজন, সোলায়মান, সুমন পাল, সুমন রায়, মো. রুবেল, মো. আবীর, নুরে আলম, আজমীর, শিপন বক্রনসহ সিলেট রিজিওনে কর্মরত বিক্রয় প্রতিনিধিরা।

আপনার মন্তব্য

আলোচিত