হবিগঞ্জ প্রতিনিধি

১৩ মার্চ, ২০১৯ ২২:২৮

হবিগঞ্জে নিষ্পত্তি হওয়া নথি পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জ ফৌজদারি আদালতের রেকর্ড রুমের নিষ্পত্তি হওয়ায় বিপুল পরিমাণ নথি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের উপস্থিতিতে আদালত প্রাঙ্গণে ১১শ’ ১টি নথি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আদালত সূত্রে জানা যায়, নথিগুলোর কার্যক্রম শেষ এবং ধ্বংসযোগ্য হওয়ার কারণে নোটিশ বোর্ডে নথির তালিকা প্রদর্শনসহ প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়। যার ফলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদেশ অনুসারে নথি ধ্বংস করা হয়।

এ সময় আদালতের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত