মাধবপুর প্রতিনিধি

১৪ মার্চ, ২০১৯ ২২:৫০

মাধবপুরে ১১তম গ্রেডের দাবিতে শিক্ষক কল্যাণ সমিতির মানববন্ধন

হবিগঞ্জের মাধবপুরে প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতিসহ ১১তম গ্রেডের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলা পরিষদ গেইটের সামনে প্রায় ৫০০শত শিক্ষকের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।

কল্যাণ সমিতির আহ্বান এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ও বাংলাদেশ প্রধান শিক্ষক সমিতির মাধবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অনুপ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রনি, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. মফিজুল ইসলাম, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. সোলেমান মিয়া, শিক্ষক নেতা মিলাদ হোসেন ভুঞা।

আরও উপস্থিত ছিলেন কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান, শিক্ষক নেতা আব্দুল মমিন ভুঞা, সৈয়দ সাইফুর রহমান, আবু কাউসার, মাহফুজ আহমেদ, আবু কাওছার পিন্টু, কামরুল হাসান, আশরাফুল হক, কাজি মনিরুল ইসলাম, নাজমুল হোসেন, সুরাইয়া আক্তার, আব্দুল হাসিম, সেলিনা আক্তার প্রমুখ।

মানববন্ধব শেষে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

আপনার মন্তব্য

আলোচিত