শ্রীমঙ্গল প্রতিনিধি

১৭ মার্চ, ২০১৯ ১৮:৫৮

শ্রীমঙ্গলে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন

উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯

পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের এই পর্বে সিলেট ও মৌলবীবাজার জেলার উপজেলাগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ভাবে নির্বাচন পরিচালনা জন্য প্রশাসনের পক্ষ থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

রোববার (১৭ মার্চ) উপজেলার ৮০ টি কেন্দ্রে ভোটের সকল সরঞ্জামাদি পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ,বিজিবি ও র্যাব। তাদের এ সংক্রান্ত প্রশিক্ষণও দেওয়া হয়েছে। শহরের সর্বত্র চলছে র‌্যাবের টহল।

শনিবার মধ্যরাত থেকে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। যানবাহন চলাচলের ওপর আরোপ করা হয়েছে বিধিনিষেধ। আগামীকাল নির্বাচনী এলাকায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু লায়েস দুলাল জানান,৮০ টি কেন্দ্রের ৫৫১ টি বুথে আগামীকাল সকাল ৮টা থেকে একযোগে ভোটগ্রহন শুরু হবে,ইতিমধ্যে আমাদের পক্ষ থেকে সর্বাত্নক প্রস্তুতি গ্রহন করা হয়েছে ৷

সিলেটটুডের সাথে আলাপকালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফজল হক বলেন,সুষ্ঠু নির্বাচন হলে তার বিজয় শতভাগ নিশ্চিত।

অন্যদিকে আওয়ামী লীগ রনধীর কুমার দেব বলেছেন, শ্রীমঙ্গলবাসী ৭০ বছরের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের সঙ্গেই রয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে জনগন এবারও নৌকা মার্কায় ভোট দিবেন৷

এদিকে জাকের পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুম সিলেটটুডে কে বলেন, আমার এজেন্টদের কে নানানভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে তবুও আমি ভোট নিয়ে শতভাগ আশাবাদী যে একটি উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিতে পারবে ৷

ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও নির্বাচনে সুষ্ঠু পরিবেশ থাকার ব্যাপারে আশাবাদী ৷ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী বলেন,শ্রীমঙ্গল একটি শান্তিপূর্ন এলাকা,এখানকার জনগনও শান্তিপ্রিয় ৷ একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ ভোটের ব্যাপারে আমি আশাবাদী ৷

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে এবার মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রনধীর কুমার দেব লড়ছেন নৌকা প্রতীক নিয়ে তার সাথে আরও লড়াইয়ে আছেন উপজেলা কৃষকলীগের সভাপতি আফজল হক। তিনি লড়ছেন আনারস প্রতীক নিয়ে ৷ উপজেলা জাকের পার্টির সভাপতি আব্দুল কাইয়ুম মাঠে আছেন গোলাপফুল প্রতীক নিয়ে ৷

ভাইস চেয়ারম্যান পদে লড়াইয়ে অবতীর্ন হয়েছেন ৬ জন। এনাম হোসেন চৌধুরী মামুন (বই প্রতীক),এম এ রহিম নোমানী (মাইক প্রতীক),পরিমল দাশ (বাল্ব প্রতীক),লিটন আহমেদ (টিউবওয়েল প্রতীক),হাসানুজ্জামান দুলাল (টিয়াপাখি প্রতীক) ও বর্তমান ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা (তালা প্রতীক) ৷

মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন হাজেরা খাতুন (হাঁস প্রতীক),শিরিন আক্তার (কলস প্রতীক),মিতালী দত্ত (পদ্মফুল প্রতীক) ও বর্তমান ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী (ফুটবল প্রতীক)৷

চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে এবার উপজেলা পরিষদ নির্বাচনে ভোটযুদ্ধে অবতীর্ন হয়েছেন ১৩ জন প্রার্থী ৷ ভোটার আছেন ২ লাখ ১৯ হাজার ৫৫০ জন ৷ যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ২৪২ জন ও নারী ভোটার ১ লাখ ৯ হাজার ৩০৮ জন । সোমবার  ৮০ টি কেন্দ্রের ৫৫১ টি বুথে হবে ভোটগ্রহন চলবে ৷

আপনার মন্তব্য

আলোচিত