শ্রীমঙ্গল প্রতিনিধি

১৮ মার্চ, ২০১৯ ১৩:১৮

দুই ঘণ্টায় ৭৬ ভোট!

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পরিষদ নির্বাচনে দি বাডস রেসিডেনসিয়্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৭৬টি।

সোমবার (১৮ মার্চ) ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নোমান সিদ্দীকি এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার অরুন কুমার সাহা বলেন, ‘এমনিতেই ভোটার নেই, বসে বসে কি করবো।’

কেন্দ্রটিতে শুধু নারী ভোটাররা ভোট দিচ্ছেন। এই কেন্দ্রের মোট ভোটার ২১৫১। মোট বুথ রয়েছে ৫টি।

এদিকে শ্রীমঙ্গল সরকারি কলেজে কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় ভোট গ্রহণ হয় ২০০টি। ওই কেন্দ্রটি শুধু পুরুষ ভোটারদের জন্য।

প্রিজাইডিং কর্মকর্তা মো. আলা উদ্দীন জানান, কেন্দ্রটির মোট ভোটার ১৯৮৮ জন।

সকাল থেকে ভোটার উপস্থিতি কম উল্লেখ করে তিনি বলেন, ‘ভোটারদের লাইন ধরার মতো পরিস্থিতি হয়নি।’

ভোটারদের উপস্থিতি কম থাকার বিষয়ে জানতে চাইলে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা বিকাশ চন্দ্র সাহা বলেন, ‘নির্বাচনে ভোটারদের আগ্রহ নেই। ভোট দিতে তারা না আসলে আমরা কি করবো।’

ভোট দিতে আসা আবুল হোসেন বলেন, ‘ভোটারদের মধ্যে আগের মতো নির্বাচন নিয়ে উৎসাহ নেই। বরং জাতীয় নির্বাচনের মতো এ নির্বাচন নিয়েও ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’

প্রসঙ্গত, মৌলভীবাজারে সাতটি উপজেলার বিভিন্ন কেন্দ্রের ভোটার উপস্থিতির বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে ভোটার উপস্থিতি স্বাভাবিকের তুলনায় অনেক কম। এবার মৌলভীবাজারের মোট ৫১৬টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

আপনার মন্তব্য

আলোচিত