সুনামগঞ্জ প্রতিনিধি

১৮ মার্চ, ২০১৯ ২২:০৮

জাতীয় সংগীত প্রতিযোগিতায় রানার্স আপ সুনামগঞ্জ

জাতীয় পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় মাধ্যমিক স্তরে দ্বিতীয় বারের মত এবারো রানারর্স আপ হয়েছে সুনামগঞ্জের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়।

সোমবার রাজধানীর কেন্দ্রীয় শিল্পকলা একাডেমিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাশহুদ চৌধুরী।

এবারের প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে, তারা হলো-শিক্ষার্থী অরুণিমা দাশ, অদিতি তালুকদার, শুভ্রা তালুকদার, দেবশ্রী চক্রবর্তী, সুমাইয়া উম্মে রোজ, ধ্রুপদী তালুকদার, ফাতেহা মাইশা নাজাহ, অনিন্দিতা শ্রাবন্তী পাল, শ্রেয়া চৌধুরী, অদিতি দাশ তিথি।

প্রতিযোগিতায় অংশ নেয়া সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসক মন্ত্রী পরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি অধিশাখার যুগ্ম সচিব মো. সাবিরুল ইসলাম ও সুনামগঞ্জের প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

উল্লেখ্য যে, ২০১৮ সালে শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতায় সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় জাতীয় পর্যায়ে আনারর্স আপ হয়েছিল। তবে এই বছর সিলেট বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ পুরস্কার গ্রহণ করবেন সুনামগঞ্জের কৃতি শিক্ষার্থীরা।

আপনার মন্তব্য

আলোচিত