কুলাউড়া প্রতিনিধি

১৯ মার্চ, ২০১৯ ০০:১৭

জুড়ীতে ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আহতরা হলেন- শাকিল (২৮), মান্নান ও শামু।

স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান প্রার্থী বই প্রতীকের জুয়েল আহমদ ও টিউবওয়েল প্রতীকের রিংকু রঞ্জন দাশের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

১২৩৩ ভোটের ব্যবধানে বই প্রতীকের প্রার্থীকে পরাজিত করে নির্বাচনে জয়ী হন টিউবওয়েল প্রতীকের প্রার্থী। জুয়েল আহমদ পান ১৪ হাজার ৭৮ ভোট আর রিংকু রঞ্জন দাশ পান ১৫ হাজার ৩শ ১১ ভোট।

জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসুম পারভেজ জানান, শাকিলের মাথায় তিনটি ও নাকের ওপরে একটি আঘাতের চিহ্ন রয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট ওসমানীতে রেফার করা হয়েছে। অন্য দু'জনকে সরাসরি ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. শাহজালাল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, দুপক্ষের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের একজনকে কুলাউড়া থানার ওসির তত্ত্বাবধানে সিলেটে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত