গোলাপগঞ্জ প্রতিনিধি

২০ মার্চ, ২০১৯ ১৫:০১

গোলাপগঞ্জে ৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

উপজেলা পরিষদ নির্বাচন

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীসহ ৪ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন, চেয়ারম্যান প্রার্থী ইসলামী ঐক্যজোটের জাহির আহমদ। পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিপন (তালা) , যুবলীগ নেতা শাহিন আহমদ (উড়োজাহাজ) ও নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থী আওয়ামীলীগ নেতা শরিফ উদ্দিন সরফ (চশমা)।

গোলাপগঞ্জ উপজেলা নির্বাচনের বেসরকারি ফলাফলের ঘোষণা অনুযায়ী চেয়ারম্যান পদে ইসলামি ঐক্যজোটের জাহির উদ্দিন (মিনার) পেয়েছেন ১৫ শত ৪৪ ভোট, ভাইস চেয়ারম্যান পদে দেলোয়ার হোসেন দিপন (তালা) পেয়েছেন ৮ হাজার ২ শত ২৪ ভোট, শাহিন আহমদ (উড়োজাহাজ) পেয়েছেন ৭ হাজার ৪ শত ৫০ ভোট এবং উপজেলা আওয়ামী নেতা শরফ উদ্দিন (চশমা) পেয়েছেন ৫ শত ২২ ভোট।

এ ব্যাপারে গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার, সহকারী রিটার্নিং অফিসার সাঈদুর রহমান জানান, নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী যদি মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ না পান তাহলে তিনি জামানত হারাবেন।

নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী (নৌকা) ৪৯ হাজার ৬ শত ৬০ ভোট পেয়ে বিজয়ী হন। ভাইস চেয়ারম্যান পদে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ ৩৫ হাজার ৬ শত ১৫ ভোট পেয়ে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সিলেট মহানগর মহিলা যুবলীগের সভাপতি নাজিরা বেগম শীলা ৪০ হাজার ৬ শত ১৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন।

উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ২২ হাজার ৫ শত ৫৯ জন। তাদের মধ্যে ৬৭ হাজার ৮ শত ৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আপনার মন্তব্য

আলোচিত