শ্রীমঙ্গল প্রতিনিধি

২১ মার্চ, ২০১৯ ১৪:০০

শ্রীমঙ্গলে বিশ্ব বন দিবস পালিত

‘বন বনানী জানি জানাই, ভালোবেসে বনকে বাঁচাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে বিশ্ব বন দিবস ২০১৯।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০ টায় বন্য প্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের আয়োজনে ও পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির সহযোগিতায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা শ্রীমঙ্গল শহরে বের করা হয়।

শোভাযাত্রার আগে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জনাব আবু মুসা শামসুল মোহিত চৌধুরী।

এতে আরও উপস্থিত ছিলেন পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির সভাপতি সালাউদ্দিন আহমেদ, সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. আলী, লাউয়াছড়া বিট কর্মকর্তা আনোয়ার হোসেন, ইকো ট্যুর গাইড সাজু মারছিয়াং, দ্বীপ শিখা প্রি ক্যাডেট এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক সুরঞ্জনা সিনহা ও স্কুলের ছাত্র/ছাত্রী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত