নবীগঞ্জ প্রতিনিধি

২১ মার্চ, ২০১৯ ২১:৪৪

নবীগঞ্জে জলমহাল ইজারা চুক্তি নবায়ন না করতে আবেদন

নবীগঞ্জ উপজেলার হালখাটা ক্ষেত্রা শৈলা বিল জলমহাল ইজারা চুক্তি নবায়ন না করার আবেদন জানানো হয়েছে। বিলের ইজারাদার নবীগঞ্জের মহাদেব মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বাশী কান্তি বিশ্বাস গত ১৯ মার্চ জেলা প্রশাসকের নিকট লিখিতভাবে এই আবেদন জানান।

এর আগে ২০১৮ সনের ১ জুলাই অপর এক আবেদনে তিনি ওই জলমহাল ইজারার আবেদনটি বাতিল করার জন্য জেলা প্রশাসক বরাবরে আবেদন জানিয়েছিলেন।

ওই আবেদনে তিনি উল্লেখ করেন, হালখাটা ক্ষেত্রা শৈলা বিল জলমহালটি ১৪২৫ থেকে ১৪৩০ বাংলা সন মেয়াদে ইজারা পাওয়ার জন্য সমিতির পক্ষে আবেদন দাখিল করেন। উক্ত আবেদন দাখিল করার সময় তাঁর আত্মীয় স্থস্তিপুর গ্রামের রানু সরকার তাকে সার্বিক সহযোগিতা করেন। যে কারণে রানু সরকারের কথা মতো তিনি সকল কাগজপত্রে স্বাক্ষর করেন।

পরে তিনি জানতে পারেন রানু সরকার প্রতারণার আশ্রয় নিয়ে ৩০০ টাকার স্ট্যাম্পে সাবলীজনামা লিখে ওই কাগজেও বাশী কান্তি বিশ্বাসের স্বাক্ষর নিয়ে নেয়। পরবর্তীতে বিষয়টি বাশী কান্তি বিশ্বাস জানতে পেরে গত বৎসরের ১ জুলাই তাঁর সমিতি মহাদেব মৎস্যজীবী সমবায় সমিতির নামে ওই জলমহালটি ইজারা প্রদান না করার জন্য আবেদন জানান।

কিন্তু ওই আবেদনের কোন কার্যকর পদক্ষেপ না নিয়ে মন্ত্রণালয় থেকে সমিতির নামে ইজারা প্রদান করা হয়। এর প্রেক্ষিতে গত ৫ ফেব্রুয়ারি অপর এক আবেদনে তিনি ওই জল মহালের ইজারা মূল্য গ্রহণ না করার জন্য জেলা প্রশাসকের নিকট আরেকটি আবেদন জানান।

ওই আবেদনে তিনি উল্লেখ্য করেন, জলমহালটি ইজারা না দেয়ার জন্য আবেদন জানানোর পরও একটি চক্রের সহযোগিতায় জলমহালটি সমিতির নামে ইজারা প্রদান করা হয়। ওই আবেদনে তিনি ইজারা মূল্য গ্রহণ না করার জন্য জেলা প্রশাসকের নিকট দাবী জানান। কিন্তু ওই আবেদনের পক্ষে কোন পদক্ষেপ না নিয়ে গোপনীয় ভাবে বাশী কান্তি বিশ্বাসের অজ্ঞাতে লীজ মানি পরিশোধ করা হয়।

এদিকে গত ১৯ মার্চ দাখিলকৃত আবেদনে তিনি জলমহালটি নতুন করে ইজারা চুক্তি সম্পাদন না করে প্রতারক চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের নিকট দাবী জানান।

আপনার মন্তব্য

আলোচিত