গোলাপগঞ্জ প্রতিনিধি

২১ মার্চ, ২০১৯ ২৩:১৬

গোলাপগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে তরুণের কারাদণ্ড

গোলাপগঞ্জের সুরমা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ইবরাহীম আহমদ (১৯) নামের এক তরুণকে কারাদণ্ড দিয়েছে ভ্রমমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জি ভ্রমমাণ আদালত বসিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ইবরাহীম আহমদ লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরবালখন (কলম নগর) গ্রামের আমির হোসেনের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২১ মার্চ) রাত ১০ টায় উপজেলার বাঘা ইউনিয়নের খালোপার এলাকার সুরমা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কাজে নিয়োজিত থাকা ইবরাহীম আহমদকে আটক করা হয়। নিয়োজিত থাকা বাকিরা পালিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জি ভ্রমমাণ আদালত বসিয়ে তাকে বিনাশ্রম এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক শিবলী মুঠোফোনে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

আপনার মন্তব্য

আলোচিত