নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ, ২০১৯ ২১:৫০

শত বছরের প্রাচীন স্থাপনা সংরক্ষণের আহ্বান শত নাগরিকের

সিলেট নগরীর কেন্দ্রস্থলে শত বছর প্রাচীন স্থাপত্য 'আবু সিনা ছাত্রাবাস ভবন' সংরক্ষণের আহ্বান জানিয়েছেন সিলেটের শত নাগরিক।

দেশ ও দেশের বাইরে থাকা প্রতিনিধিত্বশীল একশত জন নাগরিক আবু সিনা ছাত্রাবাস ভবন সংরক্ষণের চলমান আন্দোলনের সাথে একাত্বতা পোষণ করে নগরের কেন্দ্রস্থলে থাকা ব্রিটিশ ও আসাম স্থাপত্যরীতির এই ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও সংস্কার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

সংবাদপত্রে পাঠানো এক যৌথ বিবৃতিতে নাগরিকদের পক্ষ থেকে বলা হয়, ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ সিলেট নগরে দুর্ভাগ্যজনক ভাবে বিভিন্ন শাসনামলের প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণ করা যায়নি । ১৮৬৯ ও ১৮৯৭ সালের ভূমিকম্পে হাজার বছরের পুরনো  প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো ধ্বংস হয় । টিকে থাকা হাতেগোনা নিদর্শন অজ্ঞতা ও অসচেতনতার কারণে বিনষ্ট হয়েছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক । ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদি স্থাপনাগুলো সংরক্ষণ করা উচিৎ।

বিবৃতিতে স্বাক্ষর করেন- মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইমিরেটাস প্রফেসর ভাষাসংগ্রামী মো. আবদুল আজিজ, অধ্যক্ষ মসউদ খান, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার মো. আরশ আলী, শিল্পপতি ও বাংলাদেশ চা সংসদের সাবেক সভাপতি সাফওয়ান আহমদ চৌধুরী, সম্মিলিত সামাজিক আন্দোলনের সহ সভাপতি এডভোকেট তবারক হোসেন, সিলেট বিভাগ গণদাবী পরিষদ সভাপতি মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, শহীদ ডা. শামসুদ্দিন আহমদেরর সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী সালাহউদ্দীন আহমদ ও প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, কিডনি ফাউন্ডেশন সিলেটের সাধারন সম্পাদক কর্নেল (অব:) এম এ সালাম বীর প্রতিক, মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়না, জালালাবাদ এসোসিয়েশন এর সদ্য সাবেক সভাপতি তোফায়েল সামী, সাবেক সাধারন সম্পাদক সৈয়দ জগলুল পাশা ও বর্তমান কোষাধ্যক্ষ ইমাম মেহেদী চৌধুরী এনাম, ওয়াটারকিপার্স বাংলাদেশের কো-অর্ডিনেটর শরীফ জামিল, ডা. আব্দুল আহাদ সাবেক সভাপতি বি এম এ মৌলভীবাজার, করিমদাদ চৌধুরী সহ-সভাপতি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস), জার্মান প্রবাসী ঐতিহ্য সংরক্ষক শামসুল মজিদ চৌধুরী (সাকী চৌধুরী), শিক্ষাবিদ অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ সভাপতি বাপা হবিগঞ্জ, কবি গবেষক শুভেন্দু ইমাম, লেখক গবেষক এ কে শেরাম, শিশু সংগঠক জামান মাহবুব, বাংলাদেশ সোসাইটি যুক্তরাষ্ট্রের সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, প্রবাসী সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকন, এডভোকেট এমাদুল্লাহ শহিদুল ইসলাম সভাপতি স্টেশন ক্লাব সিলেট।

বিবৃতিতে আরো স্বাক্ষর করেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের সভাপতি আজিজ আহমেদ সেলিম, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, ব্লাস্ট সিলেট-সমন্বয়ক এডভোকেট মো.ইরফানুজ্জামান চৌধুরী, আইডিয়া নির্বাহী পরিচালক নজমুল হক,  সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক মুকির হোসেন চৌধুরী ও প্রাক্তন কমিউনিটি এজাজ আহমদ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও কলামিস্ট নজরুল ইসলাম বাসন, সিলেট মিউনিসিপ্যালটি সাবেক চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল ও  আ ফ ম কামাল, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা আলমগীর কুমকুম, গণতন্ত্রী পার্টি সিলেট জেলা সভাপতি  মো. আরিফ মিয়া, বাংলাদেশ জাসদ সিলেট জেলা শাখা সভাপতি কলন্দর আলী, সাম্যবাদী দল সিলেট জেলা শাখা সাধারন সম্পাদক কমরেড ধীরেন সিংহ, ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী, ন্যাপ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এম.এ মতিন, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক  এডভোকেট জাকির আহমদ, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখার আহবায়ক উজ্জ্বল রায়, বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক কমরেড আবু জাফর, ভাষা সৈনিক মতিন উদ্দিন যাদুঘর-এর প্রতিষ্ঠাতা ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার চৌধুরী, সেক্টর কমান্ডারস ফোরাম-এর সিলেট বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল সিলেট মহানগর আওয়ামীলীগ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তপন মিত্র ও সম্পাদকমণ্ডলীর সদস্য এডভোকেট গোলাম সোবহান চৌধুরী, বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)এর স্থপতি সৈয়দা জেরিনা হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্টার জামিল আহমেদ চৌধুরী, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.  নাজিয়া চৌধুরী, স্থাপত্য বিভাগের শিক্ষক স্থপতি শুভজিৎ দাস ও স্থপতি কৌশিক সাহা এবং নৃতত্ব বিভাগের শিক্ষক আফম জাকারিয়া, লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষক স্থপতি রাজন দাস, আনন্দনিকেতন স্কুল ও কলেজের একাডেমিক এডমিনিস্ট্রেটিভ হেড ফাহমিনা নাহাস, কমিউনিস্ট পার্টি-এর সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট কমরেড আনোয়ার হোসেন সুমন, সিলেট প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, শাহ মোস্তফা (র.) দরগাহ শরীফের মোতাওয়াল্লি সৈয়দ আব্দুল্লাহ ছালিক জুনেদ, খেলাফত মজলিস-এর কেন্দ্রীয় উপদেষ্টা সৈয়দ মুহিবুর রহমান, শাহী ঈদগাহ-এর মোতয়াওয়াল্লী জহির বক্ত, হাসন রাজা মিউজিয়ামের মহাপরিচালক সামারীণ দেওয়ান, উদীচী সিলেট-এর সভাপতি এনায়েত হোসেন মানিক, আরীফ আক্তারুজ্জামান সভাপতি সিলেট সাইক্লিং কমিউনিটি, তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, বাংলাদেশ পরিবেশ আন্দলন (বাপা) মৌলভীবাজার শাখার সাধারন সম্পাদক আসম সালেহ সোহেল, হবিগঞ্জ শাখার সাধারন সম্পাদক তোফাজ্জল সোহেল,সম্মিলিত নাট্য পরিষদ সিলেট-এর সভাপতি মিশফাক আহমদ মিশু ও সাবেক সাধারণ সম্পাদক শামসুল বাসিত শেরো, নাগরিক মৈত্রী সিলেটের আহ্বায়ক সমর বিজয় সি শেখর, প্রবাসী লেখিকা জেসমিন চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)-সিলেট এর বিভাগীয় সমন্বয়কারী এডভোকেট শাহ শাহেদা আখতার, আকবেটের নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান সায়েম, বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট-এর সভাপতি এনামুল কুদ্দুস চৌধুরী, খায়রুল হাসান সভাপতি যুব ইউনিয়ন সিলেট, রজত কান্তি গুপ্ত সভাপতি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট, অধ্যাপক প্রণব কান্তি দেব প্রধান নির্বাহী ইনোভেটর,আব্দুল হাই আল হাদী প্রধান সমন্বয়ক সেইভ দ্য হেরিটেজ এন্ড এনভায়রমেন্ট সিলেট,আশরাফুল কবির সমন্বয়ক ভূমিসন্তান বাংলাদেশ, দেবাশিষ দেবু সমন্বয়ক গণজাগরণ মঞ্চ সিলেট, শ্রুতির সমন্বয়ক সুমন্ত গুপ্ত ও সুকান্ত গুপ্ত, উজ্জ্বল চক্রবর্তী সভাপতি নগরনাট সিলেট, ফরিদা নাসরিন প্রধান নির্বাহী কিডনি ফাউন্ডেশন সিলেট, ইন্দ্রানী সেন শম্পা সভাপতি নারী মুক্তি সংসদ সিলেট, ডা. ফাতেমা ইয়াসমিন নারীমুক্তি কেন্দ্র সিলেট, ডা. তায়েফ আহমদ চৌধুরী সভাপতি নিনাই সিলেট, মো. আনিসুর রহমান সভাপতি প্রাধিকার, ডা. এস এস আল আমিন সুমন প্রধান সমন্বয়ক শখের ছবিয়াল, মাসুক আহমদ সাধারন সম্পাদক ফটোগ্রাফিক সোসাইটি অব হবিগঞ্জ, লেখক-গবেষক সিদ্দিকী হারুন, সাংবাদিক ছামির মাহমুদ, দ্বোহা চৌধুরী, সাদিকুর রহমান সাকী, মইনুল খালিক যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী, বারাকা পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, নারী উদ্যোগতা খায়রুন নাহার চৌধুরী লাভলী, 'বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদ'র আহবায়ক ফজল খান, লিটল ম্যাগাজিন মেঠোসুর সম্পাদক বিমান তালুকদার, ইয়াং বাংলার কো-অর্ডিনেটর আলি হাসান রুমেল,উদীচী মৌলভীবাজার-এর সাধারন সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরী, চিত্রণ এর পরিচালক সত্যজিৎ চক্রবর্তী, সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুল-এর প্রধান শিক্ষক ইসমাইল গণি হিমন, সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন সিলেট-এর সমন্বয়ক আব্দুল করিম কিম ।

আপনার মন্তব্য

আলোচিত