মৌলভীবাজার প্রতিনিধি

২৪ মার্চ, ২০১৯ ২২:৩৭

সরগমের চৈতালি সন্ধ্যা

বসন্তের চৈতালি সন্ধ্যায় রবিবার সন্ধ্যায় মৌলভীবাজার সাইফুর রহমান অডিটরিয়ামে সরগম সাজিয়ে বসেছিল গানের ডালি। গান, নৃত্য আর কবিতায় দর্শকদের মধ্যে মুগ্ধতা ছড়িয়েছে সরগম।

একে একে গান কবিতা আর নৃত্য পরিবেশনা করেন- সৈয়দ রিমন, দিপায়ন, রানা, মাহবুব, হাসান, ইন্দ্রানী, আশাপূর্ণা, সুশিপ্তা, ঐন্দ্রিলা, রাত্রি ও ঝুমুর রায়।

যন্ত্রে ছিলেন নেপাল ভাষ্কর, পিন্টু দেব ও নিউটন দেব। শাহানাজ রহমতউল্লাসহ প্রয়াত শিল্পিদের শ্রদ্ধা এবং ভালবাসার স্মরণের পাশাপাশি তাদের গান পরিবেশন করা হয়। এই পরিবেশনায় দর্শক সারি ছিল কানায় কানায় পূর্ণ।

উপস্থিত দর্শকদের একজন ডা. এম এ আহাদ জানান, অস্থির এই সময়ে সংস্কৃতি চর্চাই পারে আমাদেরকে সত্য, সুন্দর আর মানবিকতার পথে নিয়ে যেতে। আয়োজকদের প্রশংসার পাশাপাশি তিনি নিয়মিত এমন সুস্থ সংস্কৃতির আয়োজনের আহবান জানান।

আয়োজকদের একজন ঝুমুর রায় জানান, সুস্থ এবং মননশীল সমাজ বিনির্মাণে সংস্কৃতি চর্চার প্রয়োজন। আমরা নিয়মিত বিরতিতে এমন আয়োজন অব্যাহত রাখব।

আপনার মন্তব্য

আলোচিত