মৌলভীবাজার প্রতিনিধি

২৬ মার্চ, ২০১৯ ১৬:৫৭

মৌলভীবাজার পিটিআইয়ে বীরঙ্গনাকে সংবর্ধনা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীরঙ্গনা জয়গুন নাহার খানম এবং ৭১'র নির্যাতিত আলহাজ্ব আব্দুল মছব্বিরকে সংবর্ধনা দিয়েছে মৌলভীবাজার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউ (পিটি আই)।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সম্মলেন কক্ষে এই সংবর্ধনা প্রধান করা হয়।

সংবর্ধনা উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় পিটিআই সুপারিন্টেন্ডেন্ট এ এম সাইফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাত্তরের নির্যাতিত শহিদ পরিবারের সন্তান সংবর্ধিত ব্যক্তি আলহাজ্ব আব্দুল মছব্বির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সংবর্ধিত ব্যক্তি জয়গুন নাহার খানম।

আয়োজনের উদ্দেশ্যে নিয়ে পিটিআই ইন্সট্রাকটর লেখক ও গবেষক দীপংকর মোহান্ত জানান, দুই সংবর্ধিত ব্যাক্তিকে আমাদের ছাত্রদের সামনে নিয়ে আসার কারন,এখানে যারা ছাত্র তারা সবাই কোন কোন স্কুলের শিক্ষক তাই তারা যেনো নিজে ৭১'র চেতনা ধারন করে নিজ নিজ স্কুলে বাচ্চাদের মাঝে মহান মুক্তিসংগ্রামের কথা প্রচার করতে পারে তাই এমন আয়োজন।

আলোচনা সভা এবং সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় মৌলভীবাজার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউ (পিটি আই) এর শতাধিক প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত