হবিগঞ্জ প্রতিনিধি

২৬ মার্চ, ২০১৯ ১৭:২৪

হবিগঞ্জে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

হবিগঞ্জের বাহুবলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দুই দল শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠান চলাকালীন সময়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বাহুবল মডেল থানার (ওসি) মোঃ মাসুক আলী জানান, অনুষ্ঠান শেষে ফেরার পথে বাহুবল সদরে অবস্থিত দিননাথ সরকারী হাই স্কুলের এক শিক্ষার্থীর সাথে কথাকাটি হয় সানশাইন স্কুলের এক শিক্ষার্থীর। এরই জের ধরে উপজেলা সদরে অবস্থিত দীননাথ সরকারী বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিরপুরের সানশাইন স্কুলের শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এ হামলায় অন্তত ১৫ জন আহত হয়। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। তবে তাৎক্ষণিক আহত শিক্ষার্থীদের নাম জানা যায়নি।

ওসি আরো জানান, দুই দুল ছাত্রদের মধ্যে বাঁশি নিয়ে বাধানুবাদের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত