নিজস্ব প্রতিবেদক

২৬ মার্চ, ২০১৯ ২০:৩৭

স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি এসএমপির শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোর ৫ টা ৫৬ মিনিটে এসএমপির পুলিশ কমিশনার জনাব গোলাম কিবরিয়া বিপিএম সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষসহ সকল উপ-পুলিশ কমিশনার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগনসহ সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ।

পরে সকাল ৬ টা ১৫ মিনিটে সিলেট পুলিশ লাইন্সের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের  প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএমসহ এসএমপি’র অন্যান্য পর্যায়ের অফিসার ও ফোর্স।

উক্ত অনুষ্ঠানে সিলেট রেঞ্জ ডিআইজি কামরুল আহসান বিপিএম বার, অতিরিক্ত ডিআইজি, সিলেট জেলার পুলিশ সুপার, আরআরএফ কমান্ডেন্ট ও এপিপিএন এর অধিনায়ক সহ সর্বস্তরের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এ সময় এসএমপি, সিলেট জেলা, আরআরএফ ও এপিপিএন এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

এছাড়া সকাল সাড়ে ৬ টায় সিলেট পুলিশ লাইন্সের গণকবরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া পরিচালনা করেন সিলেট পুলিশ লাইন্স জামে মসজিদের ইমাম সাহেব। এ সময় সর্বস্তরের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত